

ফুটবল মাঠে যখন লিওনেল মেসি ইতিহাস গড়ছেন একের পর এক, ঠিক তখনই তার ব্যক্তিগত জীবনে নেমে এসেছে উদ্বেগের ছায়া। ইন্টার মায়ামির হয়ে সফল এক মৌসুম শেষে পরিবার নিয়ে আনন্দের সময়টুকু হঠাৎ করেই থমকে দিয়েছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন মেসির ছোট বোন মারিয়া সোল মেসি, যার বিয়ে হওয়ার কথা ছিল আগামী জানুয়ারিতেই।
আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী মারিয়া সোল যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থানকালে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মেরুদণ্ড, কবজি ও পায়ের গোড়ালিতে ভাঙন ধরা পড়েছে। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার ক্ষতও রয়েছে। যদিও চিকিৎসকদের ভাষায় তিনি এখন শঙ্কামুক্ত, তবে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।
আর্জেন্টিনার জনপ্রিয় টিভি উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো জানিয়েছেন, মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মারিয়া সোল অজ্ঞান হয়ে পড়েন এবং একটি দেয়ালে আঘাত পান। প্রাথমিকভাবে গাড়ি দুর্ঘটনার কথা বলা হলেও, পরবর্তীতে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে মোটরবাইক থেকে পড়ে গিয়ে দগ্ধ হওয়ার তথ্যও সামনে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এই দুর্ঘটনার প্রভাব পড়েছে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনেও। ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য জুলিয়ান ‘তুলি’ আরেয়ানোকে বিয়ে করার কথা ছিল তার। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিওতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
মেসির পরিবারে এটি ছিল বড় একটি আনন্দঘন উপলক্ষ। মেসি নিজে, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তানও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। তবে আপাতত সব পরিকল্পনাই পিছিয়ে দেওয়া হয়েছে মারিয়া সোলের সুস্থতার কথা বিবেচনা করে।
উল্লেখ্য, মারিয়া সোল মেসি পেশায় একজন পোশাক ডিজাইনার ও উদ্যোক্তা। ভাইয়ের বিশ্বজোড়া খ্যাতির আড়ালে থেকে তিনি বরাবরই ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রেখেছেন। স্পেনে বসবাসের পর সম্প্রতি আর্জেন্টিনায় ফিরে পেশাগত কাজে যুক্ত হন তিনি।
এদিকে, ইন্টার মায়ামির হয়ে ২০২৫ মৌসুমে ঐতিহাসিক এমএলএস কাপ জয়ের পর আপাতত মাঠের বাইরে সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। পরিবারের এই কঠিন সময়ে বোনের পাশে থেকে তার পুনর্বাসন প্রক্রিয়ায় মানসিক সমর্থন দেওয়াটাই এখন মেসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন