স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন

লিওনেল মেসি ও তার বোন। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও তার বোন। ছবি : সংগৃহীত

ফুটবল মাঠে যখন লিওনেল মেসি ইতিহাস গড়ছেন একের পর এক, ঠিক তখনই তার ব্যক্তিগত জীবনে নেমে এসেছে উদ্বেগের ছায়া। ইন্টার মায়ামির হয়ে সফল এক মৌসুম শেষে পরিবার নিয়ে আনন্দের সময়টুকু হঠাৎ করেই থমকে দিয়েছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন মেসির ছোট বোন মারিয়া সোল মেসি, যার বিয়ে হওয়ার কথা ছিল আগামী জানুয়ারিতেই।

আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী মারিয়া সোল যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থানকালে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মেরুদণ্ড, কবজি ও পায়ের গোড়ালিতে ভাঙন ধরা পড়েছে। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার ক্ষতও রয়েছে। যদিও চিকিৎসকদের ভাষায় তিনি এখন শঙ্কামুক্ত, তবে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।

আর্জেন্টিনার জনপ্রিয় টিভি উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো জানিয়েছেন, মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মারিয়া সোল অজ্ঞান হয়ে পড়েন এবং একটি দেয়ালে আঘাত পান। প্রাথমিকভাবে গাড়ি দুর্ঘটনার কথা বলা হলেও, পরবর্তীতে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে মোটরবাইক থেকে পড়ে গিয়ে দগ্ধ হওয়ার তথ্যও সামনে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এই দুর্ঘটনার প্রভাব পড়েছে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনেও। ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য জুলিয়ান ‘তুলি’ আরেয়ানোকে বিয়ে করার কথা ছিল তার। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিওতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

মেসির পরিবারে এটি ছিল বড় একটি আনন্দঘন উপলক্ষ। মেসি নিজে, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তানও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। তবে আপাতত সব পরিকল্পনাই পিছিয়ে দেওয়া হয়েছে মারিয়া সোলের সুস্থতার কথা বিবেচনা করে।

উল্লেখ্য, মারিয়া সোল মেসি পেশায় একজন পোশাক ডিজাইনার ও উদ্যোক্তা। ভাইয়ের বিশ্বজোড়া খ্যাতির আড়ালে থেকে তিনি বরাবরই ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রেখেছেন। স্পেনে বসবাসের পর সম্প্রতি আর্জেন্টিনায় ফিরে পেশাগত কাজে যুক্ত হন তিনি।

এদিকে, ইন্টার মায়ামির হয়ে ২০২৫ মৌসুমে ঐতিহাসিক এমএলএস কাপ জয়ের পর আপাতত মাঠের বাইরে সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। পরিবারের এই কঠিন সময়ে বোনের পাশে থেকে তার পুনর্বাসন প্রক্রিয়ায় মানসিক সমর্থন দেওয়াটাই এখন মেসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে’

বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয়দের নিরাপত্তায় মোদির জরুরি হস্তক্ষেপ চেয়ে চিঠি

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

কর্ণফুলীর তীরে নৌঘাট বানিয়ে তোলা হচ্ছে টোল, জানে না প্রশাসন

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির  সাফল্য

হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম নিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

চ্যাম্পিয়নদের লড়াইয়ে জয়ী হয়নি কেউ

ক্রাউন সিমেন্ট পিএলসির নগদ লভ্যাংশ অনুমোদন

১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চট্টগ্রামে মনোনয়ন নিলেন জাপার আনিসুল ইসলামসহ আরও ৩১ জন

১০

৩২ দাবি সংবলিত স্মারকলিপি ২ মন্ত্রণালয়ের হাতে হস্তান্তর

১১

বিপিএল শুরুর আগেই বিদেশি সংকটে চট্টগ্রাম রয়্যালস

১২

বাংলাদেশ নিয়ে যা বললেন ইধিকা

১৩

গণঅধিকারে যোগ দিয়ে বিএনপি নেতা পেলেন মনোনয়ন

১৪

লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

১৫

টাকা আসছেই..., লক্ষ্যমাত্রার দ্বারপ্রান্তে জারা

১৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

১৭

রোহিঙ্গা সংকট : বাংলাদেশের ওপর বাড়তে থাকা দীর্ঘমেয়াদি চাপ

১৮

হাদি হত্যা: ফয়সালের সহযোগী কবির ফের রিমান্ডে

১৯

এনসিপি নেতাকে গুলির ঘটনায় গ্রেপ্তার সেই নারীর পরিচয়

২০
X