স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সহজ জয়ের পরও যে কারণে খুশি নন ফ্লিক

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

লা লিগার নতুন মৌসুম দাপটের সাথেই শুরু করল বার্সেলোনা। শনিবার রাতে মায়োর্কার মাঠে ৩-০ গোলের জয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে কাতালানরা। তবে কোচ হান্সি ফ্লিক ম্যাচের ফলাফলে সন্তুষ্ট হলেও দলের খেলার মানে খুশি নন।

ম্যাচের সপ্তম মিনিটেই লামিন ইয়ামালের ক্রসে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। এরপরই আসে বিতর্কিত মুহূর্ত। ২৩ মিনিটে মায়োর্কার ডিফেন্ডার আন্তোনিও রাইয়ো মাথায় বল লেগে পড়ে গেলে অনেকে ধরে নিয়েছিলেন খেলা থেমে গেছে। কিন্তু রেফারি বাঁশি না বাজানোয় খেলা চলতে থাকে এবং সেই ফাঁকেই গোল করে বসেন ফেরান তোরেস। ফলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।

প্রথমার্ধের মাঝপথেই মায়োর্কা আরও বিপদে পড়ে। মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন—মোরলানেস দ্বিতীয় হলুদ কার্ডে বিদায় নেন আর ভেদাত মুরিকির বুট বার্সার গোলকিপার জোয়ান গার্সিয়ার মাথায় লাগায় সরাসরি লাল কার্ড দেখানো হয়। ফলে পুরো দ্বিতীয়ার্ধ মায়োর্কাকে খেলতে হয় নয় জন নিয়ে।

এমন পরিস্থিতিতেও বার্সা জয়ের ব্যবধান বড় করতে পারেনি। ম্যাচের ৯৪ মিনিটে ইয়ামাল দূরপাল্লার দুর্দান্ত শটে তৃতীয় গোলটি করেন। নিজের অ্যাসিস্টের পর মৌসুমের প্রথম ম্যাচেই গোল পেয়ে শুরুটা রঙিন করে তুললেন এই কিশোর প্রতিভা।

তবুও খুশি নন হান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন— ‘৩ পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি ম্যাচটা একেবারেই পছন্দ করিনি। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ও প্রতিপক্ষ নয় জনে নেমে যাওয়ার পরও আমরা যেন অর্ধেক শক্তি নিয়ে খেলেছি। এমনভাবে খেলা আমার ভালো লাগেনি। দলকে বলেছি—আমাদের আরও দ্রুত খেলতে হবে, আরও গোল করতে হবে।’

ফ্লিক আরও যোগ করেন, ‘আমাদের কখনও শিথিল হওয়া উচিত নয়। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রাখতে হবে। ৫০-৬০ শতাংশ দিয়ে নয়, ১০০ শতাংশ দিয়েই খেলতে হবে।’

তবে ইয়ামালকে নিয়ে ফ্লিক ছিলেন প্রশংসায় ভরপুর— ‘সে বিশেষ এক খেলোয়াড়। সবাই ওকে দেখছে, সবাই জানে সে কতটা প্রতিভাবান। সবচেয়ে বড় ব্যাপার হলো, সে সবসময় অনুপ্রাণিত থাকে এবং সামনে এগোতে চায়। এই ধারাবাহিকতাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক বারকাতের মুক্তি দাবি ১১৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-বুদ্ধিজীবীর

নির্বাচন নিয়ে এখনই পরীক্ষা-নিরীক্ষা নয় : আলাল

মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল

মহাখালীতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন

ইরানের পাশে রাশিয়া-চীন, ইউরোপের তিন দেশের সঙ্গে উত্তেজনা চরমে

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু অক্টোবরে

ছোট্ট যে আমলে মাফ হয় ১০০ গোনাহ

আসন ভাগাভাগি নিয়ে কী বললেন নজরুল ইসলাম খান

অঙ্কনকে অধিনায়ক করে চারদিনের ম্যাচের দল ঘোষণা

ভরাডুবি হবে বলেই কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না : দুদু

১০

আয়কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন নির্দেশনা জারি

১১

দুই অধিদপ্তরে নতুন ডিজিসহ প্রশাসনিক পদে রদবদল

১২

ক্রিকেট ব্যাটে ইয়াবা বহন, বিমানবন্দরে আটক দুই যুবক

১৩

আম কি ডায়াবেটিসের জন্য ভালো? গবেষণায় উঠে এলো নতুন তথ্য

১৪

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জাহিদ

১৫

দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা

১৬

পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির

১৭

ফারুকীর শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

১৮

তারকারা অজান্তেই নিজস্ব সত্তা হারিয়ে ফেলেন : সোনাক্ষী সিনহা

১৯

মেট্রোরেল লাইন-১ / খরচ বেড়েছে ১০ হাজার কোটি টাকা, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ 

২০
X