স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সহজ জয়ের পরও যে কারণে খুশি নন ফ্লিক

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

লা লিগার নতুন মৌসুম দাপটের সাথেই শুরু করল বার্সেলোনা। শনিবার রাতে মায়োর্কার মাঠে ৩-০ গোলের জয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে কাতালানরা। তবে কোচ হান্সি ফ্লিক ম্যাচের ফলাফলে সন্তুষ্ট হলেও দলের খেলার মানে খুশি নন।

ম্যাচের সপ্তম মিনিটেই লামিন ইয়ামালের ক্রসে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। এরপরই আসে বিতর্কিত মুহূর্ত। ২৩ মিনিটে মায়োর্কার ডিফেন্ডার আন্তোনিও রাইয়ো মাথায় বল লেগে পড়ে গেলে অনেকে ধরে নিয়েছিলেন খেলা থেমে গেছে। কিন্তু রেফারি বাঁশি না বাজানোয় খেলা চলতে থাকে এবং সেই ফাঁকেই গোল করে বসেন ফেরান তোরেস। ফলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।

প্রথমার্ধের মাঝপথেই মায়োর্কা আরও বিপদে পড়ে। মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন—মোরলানেস দ্বিতীয় হলুদ কার্ডে বিদায় নেন আর ভেদাত মুরিকির বুট বার্সার গোলকিপার জোয়ান গার্সিয়ার মাথায় লাগায় সরাসরি লাল কার্ড দেখানো হয়। ফলে পুরো দ্বিতীয়ার্ধ মায়োর্কাকে খেলতে হয় নয় জন নিয়ে।

এমন পরিস্থিতিতেও বার্সা জয়ের ব্যবধান বড় করতে পারেনি। ম্যাচের ৯৪ মিনিটে ইয়ামাল দূরপাল্লার দুর্দান্ত শটে তৃতীয় গোলটি করেন। নিজের অ্যাসিস্টের পর মৌসুমের প্রথম ম্যাচেই গোল পেয়ে শুরুটা রঙিন করে তুললেন এই কিশোর প্রতিভা।

তবুও খুশি নন হান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন— ‘৩ পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি ম্যাচটা একেবারেই পছন্দ করিনি। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ও প্রতিপক্ষ নয় জনে নেমে যাওয়ার পরও আমরা যেন অর্ধেক শক্তি নিয়ে খেলেছি। এমনভাবে খেলা আমার ভালো লাগেনি। দলকে বলেছি—আমাদের আরও দ্রুত খেলতে হবে, আরও গোল করতে হবে।’

ফ্লিক আরও যোগ করেন, ‘আমাদের কখনও শিথিল হওয়া উচিত নয়। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রাখতে হবে। ৫০-৬০ শতাংশ দিয়ে নয়, ১০০ শতাংশ দিয়েই খেলতে হবে।’

তবে ইয়ামালকে নিয়ে ফ্লিক ছিলেন প্রশংসায় ভরপুর— ‘সে বিশেষ এক খেলোয়াড়। সবাই ওকে দেখছে, সবাই জানে সে কতটা প্রতিভাবান। সবচেয়ে বড় ব্যাপার হলো, সে সবসময় অনুপ্রাণিত থাকে এবং সামনে এগোতে চায়। এই ধারাবাহিকতাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল

নাশকতার পরিকল্পনার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড / এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে : শশী থারুর

সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ, ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

শীতে গরম পানি পান করছেন, এটি উপকারী না ক্ষতিকর?

অন্তর্বর্তী সরকারের অর্জন নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস 

হাজী ও নান্না বিরিয়ানির নামে প্রতারণা

১০

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

১১

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

১২

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

১৩

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১৪

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

১৫

ছয় গোলের উৎসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি

১৬

চবি ছাত্রদলের এক নেতার পদ স্থগিত

১৭

অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়: দীপিকা পাড়ুকোন

১৮

বিকেএসপিতে চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিশেষ সেমিনার

১৯

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে যা বললেন ফয়েজ তৈয়্যব

২০
X