

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে।
মৃত বিজিবি সদস্য হলেন, সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম। ওই বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে ধারণা তার।
ওসি মাহমুদ হাসান নাইম জানান, রাতে বিজিবির সুবেদার জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে আমরা খবর পাই যে টহলে যাওয়ার আগমুহূর্তে নিজের অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। তার লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তখন আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ময়নাতদন্তের জন্য ওই বিজিবি সদস্যের লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানোর ব্যবস্থা করি।
পুলিশ সূত্রে আরও জানা যায়, রাত দেড়টার দিকে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজ অস্ত্র বুঝে নেন সৈনিক নাসিম উদ্দিন। একপর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে নিজের বুকে নিজেই গুলি করেন তিনি। গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে টেনেহিঁচড়ে ব্যারাকের বারান্দায় নিয়ে আসেন। সেখান থেকে দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন