স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরি উপেক্ষা করে নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিক

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

চোটে জর্জরিত শরীর, সামনে অবনমনের শঙ্কা—সব কিছুর মাঝেই যেন ভাগ্যপরীক্ষার রাতে নেমেছিলেন নেইমার। আর ঠিক তখনই নিজের চেনা রূপে ফিরলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। মাত্র ১৭ মিনিটের ঝলকে হ্যাটট্রিক করে সান্তোসকে অবনমন অঞ্চলের বাইরে টেনে তুললেন তিনি, জাগিয়ে রাখলেন ক্লাব ও সমর্থকদের টিকে থাকার স্বপ্ন।

ব্রাজিলিয়ান সিরি আ-তে বুধবার রাতে যুবেন্তুদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ম্যাচের নায়ক একাই নেইমার। হাঁটুর চোট নিয়েই মাঠে নামা ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে একের পর এক তিনটি গোল করে কার্যত একার কাঁধেই ম্যাচটি শেষ করে দেন। এই জয়ের ফলে অবনমন লড়াইয়ে সান্তোস পেল বড় স্বস্তি।

ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, মৌসুম শেষে নেইমারের বাঁ হাঁটুর মেনিস্কাস সমস্যায় আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তবে ব্যথা সামাল দিতে রক্ষণশীল চিকিৎসা চালিয়েই শেষ দুটি ম্যাচ খেলেছেন তিনি। সেই ঝুঁকি নিয়েই মাঠে নেমে যে পারফরম্যান্স দেখালেন, তা যেন তার অদম্য মানসিকতারই প্রতিফলন।

ম্যাচে নেইমারের আগুনঝরা শুরু ৫৬তম মিনিটে। দ্রুত কাউন্টার অ্যাটাকে বল পেয়ে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন তিনি। দশ মিনিটেরও কম সময়ের ব্যবধানে ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে আরও একবার গোল। এরপর পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ৮৩তম মিনিটে মাঠ ছাড়েন সাবেক বার্সেলোনা তারকা।

এটাই ২০২২ সালের এপ্রিলের পর নেইমারের প্রথম হ্যাটট্রিক। তখন পিএসজির জার্সিতে ক্লারমঁর বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি। দীর্ঘ সময় চোটে ভুগে আবার এমন প্রত্যাবর্তন তাই আলাদা তাৎপর্য বহন করছে।

এই জয়ে লিগের এক ম্যাচ বাকি থাকতে অবনমন অঞ্চলের বাইরে দুই পয়েন্টের ব্যবধানে উঠে এসেছে সান্তোস। টেবিলে তাদের নিচে থাকা ভিটোরিয়ার সঙ্গে ব্যবধান এখন নির্ণায়ক পর্যায়ে। শেষ ম্যাচে আগামী রোববার ভিলা বেলমিরোয় ক্রুজেইরোর বিপক্ষে জয় পেলেই প্রথম ডিভিশনে থাকা নিশ্চিত হবে নেইমারের শৈশবের ক্লাবটির।

অন্যদিকে, ম্যাচের আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া যুবেন্তুদে টানা চতুর্থ হার দেখল মৌসুমের শেষভাগে।

সাম্প্রতিক বছরগুলোতে বারবার চোটে থমকে গেলেও নেইমার এখনো স্বপ্ন দেখছেন জাতীয় দলের। আগামী গ্রীষ্মের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার আশা ছাড়েননি তিনি। কোচ কার্লো আনচেলত্তিও বারবার জানিয়েছেন, পুরোপুরি ফিট থাকলে নেইমারের জন্য জাতীয় দলের দরজা খোলা।

এই হ্যাটট্রিক তাই শুধু সান্তোসকে বাঁচানোর লড়াই নয়—নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার এক সাহসী ঘোষণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন তারেক রহমান

বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি

বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ, জানাল জরিপ সংস্থা

বহিষ্কার ও গণপদত্যাগে সংকটে মুন্সীগঞ্জ বিএনপি

নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত

ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

‘মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে জামায়াত’

শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুবের জামায়াতে যোগদান

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

১০

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

১১

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

১২

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

১৩

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

১৪

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

১৫

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

১৬

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

১৭

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১৮

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১৯

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

২০
X