সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

ম্যাচে পুরোপুরি নিস্প্রভ ছিলেন বার্সার তারকারা। ছবি : সংগৃহীত
ম্যাচে পুরোপুরি নিস্প্রভ ছিলেন বার্সার তারকারা। ছবি : সংগৃহীত

মাত্র এক সপ্তাহ আগেও লা লিগার শীর্ষে ছিল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দলটি তখন ফর্মে, আত্মবিশ্বাসে উজ্জ্বল। কিন্তু সময়ের ব্যবধানে সবকিছুই যেন উল্টে গেল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হারার পর এবার লা লিগায় সেভিয়ার মাঠে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয়ে গ্যালাক্সি-সমৃদ্ধ বার্সা যেন ছিন্নভিন্ন। দলের স্ট্রাইকার লেভানডভস্কি মিস করেছেন পেনাল্টি, মাঝমাঠে ভেঙে পড়েছে নিয়ন্ত্রণ, আর রক্ষণভাগ যেন ছিল না বললেই চলে। ফ্লিকের শিষ্যদের এই পরাজয় শুধু বড় স্কোরলাইনে নয়, মানসিকভাবেও গভীর ক্ষত রেখে গেল।

শারীরিক ক্লান্তি, গরম আবহাওয়া আর টানা ম্যাচ— সব মিলিয়ে বার্সা শুরু থেকেই ছিল ছন্দহীন। ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রায় দুপুরের ম্যাচ, তার ওপর তিন দিনের ব্যবধানে পিএসজির বিপক্ষে হারের ধকল— সেটাই যেন শুরুতেই স্পষ্ট হয়ে উঠল। ম্যাচের ১৫ মিনিটের মধ্যে ডিফেন্ডার আরাউহোর অযথা ট্যাকলে পেনাল্টি উপহার পায় সেভিয়া, আর সেই সুযোগ কাজে লাগিয়ে বার্সার সাবেক তারকা আলেক্সিস সানচেজ গোল করে দলকে এগিয়ে দেন (১-০)।

এরপর সেভিয়া যেন আগুনে। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় বার্সেলোনার ডিফেন্স। কারমোনা, আইজাক রোমেরো ও মেন্ডিদের চেষ্টায় প্রথমার্ধের অর্ধেকটা সময় একতরফা হয়ে ওঠে। অবশেষে ৩৭ মিনিটে রুবেন ভার্গাসের পাস থেকে রোমেরোর পা ছুঁয়ে বল জালে, স্কোরবোর্ডে ২-০। যেন তাতেই শেষ।

তবে প্রথমার্ধের শেষ দিকে সামান্য আশার আলো দেখেছিল বার্সা। ৪২ মিনিটে র‍াশফোর্ডের শট প্রতিহত করেন সেভিয়া গোলকিপার ওডিসেয়াস, কিন্তু ইনজুরি টাইমে পেদ্রির নিখুঁত ক্রস থেকে দারুণ ভলিতে রাশফোর্ড গোল করে ব্যবধান কমান (২-১)। বিরতিতে যাওয়ার আগে মনে হচ্ছিল— হয়তো আবারও বার্সা ফিরবে তাদের স্বভাবসুলভ প্রত্যাবর্তনে।

কিন্তু তা আর হলো না। দ্বিতীয়ার্ধে ফ্লিকের বদলি পরিকল্পনাও ফল দিল না। আক্রমণে নিয়ন্ত্রণ নিলেও গতি পেল না গোলের দৌড়ে। বরং ৭৫ মিনিটে এল সুযোগ— বালদেকে ফাউল করে অকারণে পেনাল্টি উপহার দেন জানুজাই। কিন্তু লেভানডভস্কির পেনাল্টি চলে যায় পোস্টের বাইরে। সেখানেই শেষ আশার আলো।

শেষ মুহূর্তে রক্ষণ ভেঙে সেভিয়ার দাপটের আরেক প্রমাণ মেলে। প্রথমে কারমোনার দারুণ ক্রসে ৩-১, আর যোগ করা সময়ে আক্রমণাত্মক কাউন্টার থেকে আকর অ্যাডামসের পা ছুঁয়ে আসে চতুর্থ গোল— স্কোরলাইন দাঁড়ায় ৪-১, যা বার্সার এই মৌসুমের সবচেয়ে বড় পরাজয়।

ফলাফলটা শুধু তিন পয়েন্ট হার নয়, মানসিকভাবেও বিশাল ধাক্কা। মাত্র এক সপ্তাহের শীর্ষ অবস্থান হারিয়ে বিরতিতে যাচ্ছে বার্সেলোনা। ফ্লিকের জন্য এখন প্রশ্ন শুধু এই হারের বিশ্লেষণ নয়, বরং পুরো দলের আত্মবিশ্বাস কীভাবে ফেরানো যায়— তা নিয়েই। অন্যদিকে, সেভিয়ার জন্য এটি মরসুমের সবচেয়ে উজ্জ্বল রাত, যেখানে তারা দেখিয়েছে— ফুটবলে নাম নয়, খেলার তীব্রতাই শেষ কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১০

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১১

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১২

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৩

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৪

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৫

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৭

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৮

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৯

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

২০
X