স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কোচে জয়ে ফিরল জার্মানি

গোলের  পর সতীর্থদের সঙ্গে মুলারের উদযাপন। ছবি : সংগৃহীত
গোলের পর সতীর্থদের সঙ্গে মুলারের উদযাপন। ছবি : সংগৃহীত

টানা তিন ম্যাচ হারের তিক্ত স্বাদ পাওয়ায় কোচ হ্যান্সি ফ্লিককে বরখাস্ত করেছিল জার্মানি। তার স্থলাভিষিক্ত হন অন্তর্বর্তীকালীন রুডি ফোলার। নতুন কোচ দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই জয়ের ফিরল জার্মানি। কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফোলারের শিষ্যরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নিজেদের মাঠ সিগনাল উদুনা পার্কে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে আরেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। স্বাগতিকদের হয়ে গোল করেন দুই বায়ার্ন মিউনিখ তারকা টমাস মুলার ও লেরয় সানে। ফরাসিদের পক্ষে ব্যবধান কমান আঁতোয়ান গ্রিজমান।

গত মার্চে পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল জার্মানি। এরপর বেলজিয়াম, পোল্যান্ড, কলম্বিয়া এবং সবশেষ গত শনিবার জাপানের বিপক্ষে ৪-১ গোলে হেরে যায় ২০২৪ সালের ইউরোর আয়োজকরা। যা ছিল দলটির টানা তিন হার। এর মাঝে ইউক্রেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল জার্মানি। দলের এমন নাজুক পারফারম্যান্সের কারণে ফ্লিককে কোচের পদ থেকে বরখাস্ত করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্ট্রাইকার রুডি ফোলারকে মুলার-গুন্দোয়ানদের দায়িত্ব দয়ে জার্মানি।

জার্মানির দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ফোলারের পরীক্ষা ছিল কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। অবশ্য এ পরীক্ষায় দারুণ ভাবে উতড়িয়ে গেছেন মুলারদের অন্তর্বর্তীকালীন কোচ। ফরাসিদের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে তার শিষ্যরা। ম্যাচের ৪ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন মুলার। প্রথমার্ধের বাকি সময়েও দাপটের সঙ্গে ফরাসি ডিফেন্সলাইনে আক্রমণ চালায় জার্মানি। দ্বিতীয়ার্ধের প্রায় শেষ সময়ে ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন তারকা লেরয় সানে। ২-০ তে পিছিয়ে পড়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান ফ্রান্সের অধিনায়ক গ্রিজমান। আর এই জয়ের মাধ্যমে নতুন কোচের অধীনে পরাজয়ের বৃত্ত ভাঙল জার্মানি।

২০২৪ ইউরোর আয়োজক হওয়ায় ইউরো বাছাই পর্ব খেলতে হচ্ছে না জার্মানির। তাই প্রীতি ম্যাচ খেলতে ব্যাস্ত চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৪ অক্টোবর উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও ১৮ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে খেলবে ফোলারের শিষ্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

স্বর্ণের দাম আরও কমলো

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

১০

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

১১

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

১২

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

১৩

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

১৪

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

১৬

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

১৭

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

১৮

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

১৯

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

২০
X