স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

বার্সার মায়ামি ম্যাচ নিয়ে রিয়ালের অভিযোগ, বিপাকে লা লিগা

স্পেনে আবারও লা লিগা ও মাদ্রিদ দ্বৈরথ। ছবি : সংগৃহীত
স্পেনে আবারও লা লিগা ও মাদ্রিদ দ্বৈরথ। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগার “গ্লোবাল স্বপ্ন” আবারও ধাক্কায়। এবার রিয়াল মাদ্রিদ সরাসরি অভিযোগ তুলেছে স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদে (CSD), বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ডিসেম্বরের মায়ামি ম্যাচ নিয়ে। ফ্লোরেন্তিনো পেরেজের ক্লাবের দাবি—এই ম্যাচ “প্রতিযোগিতাকে বিকৃত” করছে, এবং এটি দেশের লিগের মূল কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করছে।

রিয়াল মাদ্রিদের এই অভিযোগ পাওয়ার পরপরই সিএসডি আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (RFEF) চিঠি পাঠিয়েছে, জানতে চেয়ে—লা লিগা আসলে কী যুক্তি দেখিয়ে ম্যাচটি বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশনও পাল্টা সাড়া দিয়েছে, মাদ্রিদের লিখিত অভিযোগের কপি দেখতে চেয়ে, যাতে তারা যথাযথভাবে জবাব দিতে পারে।

এই নথিপত্রের আদান-প্রদান এখন ফুটে তুলছে স্প্যানিশ ফুটবলের জটিল প্রশাসনিক টানাপোড়েন—যেখানে একদিকে লা লিগা, ফেডারেশন, ফুটবলারদের সংগঠন (AFE) ও সিএসডি, অন্যদিকে দাঁড়িয়ে মাদ্রিদের মতো শক্তিশালী এক ক্লাব, যার বিরোধিতা মানে কোনো সিদ্ধান্তই নির্বিঘ্ন নয়।

লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস দীর্ঘদিন ধরেই চেয়েছেন ইউরোপীয় ফুটবলকে আমেরিকার বাজারে পৌঁছে দিতে। ২০১৮ সালে রিলেভেন্ট স্পোর্টসের সঙ্গে ১৫ বছরের চুক্তির মাধ্যমে শুরু হয়েছিল সেই স্বপ্ন, কিন্তু তখনই ফিফা, উয়েফা ও আরএফইএফের বাধায় তা থেমে যায়। ২০১৯ সালে জিরোনা-বার্সার ম্যাচও শেষমেশ স্থগিত হয়। এবার ভিয়ারিয়াল-বার্সা ম্যাচের ঘোষণার মাধ্যমে তেবাস আবারও সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছেন—কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

মাদ্রিদের মতে, ‘লা লিগার ম্যাচ বিদেশে আয়োজন মানেই প্রতিযোগিতার সমতা নষ্ট করা। এতে শুধু স্পোর্টিং ব্যালান্স নয়, ক্লাবগুলোর মধ্যে ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার মূলনীতিই ভেঙে যায়।’

ক্লাবের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে—এটি শুধুমাত্র বার্সেলোনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়, বরং তেবাসের পরিচালন মডেল ও আন্তর্জাতিক সম্প্রসারণ নীতির বিরুদ্ধেও অবস্থান।

এই বিরোধ এখন আদালতের পথ ধরবে কি না, সেটিই প্রশ্ন। কারণ সিএসডিকে এখন মধ্যস্থতা করতে হবে লা লিগা, ফেডারেশন, ক্লাব ও খেলোয়াড় সংগঠনের মধ্যে ক্রমবর্ধমান এই সংঘাতে।

অন্যদিকে, ভিয়ারিয়াল ও বার্সেলোনার সামনে অনিশ্চয়তার মেঘ—মায়ামিতে হওয়ার কথা ছিল এক প্রদর্শনমূলক “আন্তর্জাতিক উৎসব”, কিন্তু তা এখন রূপ নিচ্ছে এক রাজনৈতিক ও আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে।

লা লিগা যখন আমেরিকার বাজারে নিজেদের “ব্র্যান্ড” ছড়িয়ে দিতে চায়, তখন স্প্যানিশ ফুটবলের ভেতরেই শুরু হয়েছে এক বিভাজন—বিশ্বায়নের স্বপ্ন বনাম ঐতিহ্যের যুদ্ধ। আর তার কেন্দ্রবিন্দুতে, স্বাভাবিকভাবেই, রিয়াল মাদ্রিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১১

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১২

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১৩

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৪

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১৫

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১৬

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১৭

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৮

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৯

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

২০
X