স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পালমার শেখালেন কখনো কখনো ছেড়ে যাওয়াটাই উত্তম

কোল পালমার। ছবি : সংগৃহীত
কোল পালমার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ত্রিশ ডিগ্রির ওপরে গরমেও শীতল সেলিব্রেশনে মগ্ন পালমার। অপ্রতিরোধ্য পিএসজিকে মাটিতে টেনে নামিয়ে প্রমাণ করলেন, কেন তাকে লোকে কোল্ড পালমার বলে ডাকে। আইস কোল্ড পালমার কিন্তু এক দিনে তৈরি হয়নি। বয়স আর কত! সবে ২৩, তবে এর মধ্যেই দেখে ফেলেছেন অনেক চড়াই-উতরাই। ব্যর্থ ভালোবাসাকে পেছনে ফেলেই এখন উড়ছেন এই ইংলিশ মিডফিল্ডার।

মাত্র ১৬ বছর বয়স থেকেই ম্যানসিটির ইয়ুথ একাডেমির হয়ে খেলেছেন তিনি। প্রিয় দলটির হয়ে মাতাতে চেয়েছিলেন মাঠ। তবে অবহেলা, অনাদরেই যেন বেড়ে উঠেছেন ক্লাবে। যখন তার বয়সীরা অনূর্ধ্ব-২১-এর দলে নিয়মিত খেলছিল, তখনো তাকে সিটি খেলিয়ে গিয়েছিল অনূর্ধ্ব-১৮ তেই। পরে প্রতিভার ঝলক দেখিয়ে মূল দলে সুযোগ পেলেও স্থায়ী হতে পারেননি। মাহারেজ, ডি ব্রুইনাদের ভিড়ে পালমারের কি আর জায়গা হয়!

তবে আশা হারাননি পালমার। যতটুকু পেরেছেন নিজেকে মেলে ধরতে চেয়েছেন। তবে তাকে ৫ সিজনে মাত্র ৪১ ম্যাচে সুযোগ দিয়েছিলেন গার্দিওলা। তবে আশ্বস্ত করেছিলেন, মাহারেজ চলে গেলে তখন হয়তো আরও সুযোগ পাবেন পালমার। তবে, এবারে আর বাঁধ মানল না, নিজের ওপর ভরসা রাখলেন পালমার। সাফ জানিয়ে দিলেন, নিয়মিত খেলতে চান তিনি। ছেড়ে গেলেন নিজের শৈশবের ক্লাব। যখন চেলসিতে যোগ দিলেন, প্রিমিয়ার লিগে তখন ধুঁকছিল ব্লুসুরা। ছিল টেবিলের ১২ নম্বর পজিশনে।

সেখান থেকেই হয়ে উঠলেন চেলসির ত্রাতা। একের পর এক ম্যাচ আর পালমার ম্যাজিকে চেলসি আস্তে আস্তে ঘুরে দাঁড়ানো শুরু করে। ক্লাবটির হয়ে এরই মধ্যে করে ফেলেছেন ৪৩ গোল, ২৯ অ্যাসিস্ট। ব্যর্থতা, প্রত্যাখ্যানকে বুড়ো আঙুল দেখিয়েই এখন পুরো বিশ্বে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখছেন এই তরুণ।

গল্পটা কি কোনো কিংবদন্তির সঙ্গে মিল পাচ্ছেন? জি, ডি ব্রুইনাও ছিলেন চেলসি রিজেক্ট, পরে সিটিতে এসে হয়ে গেছেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফুটবলার। পালমারও কি এগোচ্ছেন সেদিকেই?

পিএসজি দলটা ছিল অপ্রতিরোধ্য, একটা সিস্টেম। একটা সিস্টেমিক মেশিনকে ভাঙতে প্রয়োজন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। এনরিকের মেশিনের সামনে এবার পড়েছিল এক উদ্যমী, রগচটা, রিজেক্টেড এক ম্যাজিকম্যান। পিএসজিকে ছিঁড়েখুঁড়ে ফেলে দিলেন, দুমড়েমুচড়ে দিলেন পিএসজির দম্ভ।

অথচ এখনো ম্যানসিটিতে পড়ে থাকলে হয়তো এসবের কিছুই করা হতো না তার। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যেখানে মূল্যায়ন নেই সেটা যত বড় বা পারফর্মিংয়ের জায়গাই হোক না কেন, নিজের ভালোর জন্য কখনো কখনো সরে দাঁড়ানোটাই সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। হোক সেটা প্রেম, ভালোবাসা, আবেগ বা কর্মস্থল। ২৩ বছরের পালমারই যেন সেটাই আরও একবার শিখিয়ে গেলেন পুরো বিশ্বকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১০

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১১

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১২

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১৩

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১৪

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

১৫

বাসচাপায় প্রাণ গেল দুজনের, সাংবাদিকসহ আহত ৩

১৬

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ক্রটি’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হতে পারে

১৭

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন 

১৮

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন

১৯

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

২০
X