

বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। আগামী বিশ্বকাপের পর সৌদি আরবে পাড়ি জমাতে পারেন—এমন খবর প্রকাশিত হলে আলোচনায় আসে তার ভবিষ্যৎ। এমনও বলা হয়েছিল, ক্লাবের সঙ্গে নাকি আগে থেকেই তার একটি সমঝোতা আছে।
তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাফিনিয়া নিজেই। ইনস্টাগ্রামে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই তারকা ফুটবলার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা ছাড়ার বিষয়ে কোনো সত্যতা নেই এসব খবরে।
রাফিনিয়া লেখেন, ‘ওরা এত বাস্তব আজগুবি কথা কোথা থেকে এনে লেখে, আমি সত্যিই জানি না। যে সব সময় ভুয়া খবর ছড়ায়, সে এবারও তাই করেছে—অভিনন্দন তাকে।’
২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। এরপর থেকেই বারবার তাকে নিয়ে ট্রান্সফার জল্পনা তৈরি হয়েছে। একাধিকবার প্রিমিয়ার লিগে ফেরার গুজব উঠেছে, আর সাম্প্রতিক সময়ে সেই জায়গা দখল করেছে সৌদি আরবের ক্লাবগুলো।
তবে রাফিনিয়া বহুবারই জানিয়েছেন, বার্সেলোনার প্রতি তার ভালোবাসার কথা। চলতি মৌসুমের শুরুতেই নতুন চুক্তিতে সই করাও সেই প্রতিশ্রুতির প্রমাণ। ইনজুরি কাটিয়ে সদ্য মাঠে ফিরলেও রিয়াল বেতিসের বিপক্ষে ৫-৩ গোলের জয়ে তিনি বেঞ্চেই ছিলেন।
হান্সি ফ্লিকের অধীনে রাফিনিয়া দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পেদ্রি ও লামিন ইয়ামালের সঙ্গে তার পারফরম্যান্স বার্সেলোনার আক্রমণভাগে নতুন প্রাণ এনেছে। সব ঠিক থাকলে মৌসুম শেষে বড় ট্রফির লড়াইয়েও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তিনি।
সব মিলিয়ে সৌদি আরবের আগ্রহ থাকলেও, আপাতত বার্সেলোনা ছাড়ার কোনো চিন্তা নেই রাফিনিয়ার। তার ভাষায়—এগুলো শুধুই গুজব, বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই।
মন্তব্য করুন