

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শোক প্রকাশ করছেন প্রতিটি অঙ্গনের মানুষ। যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও।
গভীর শোক জানিয়েছে দেশের সর্ববৃহৎ দুই ক্রীড়া সংগঠন বিসিবি ও বাফুফে। সেইসঙ্গে আবেগঘন পোস্ট করেছেন সাবেক ওপেনার ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুলসহ ক্রীড়াঙ্গনের অন্যান্য ব্যক্তিবর্গ।
ইমরুল কায়েস লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’ জামাল ভূঁইয়া খালেদা জিয়ার জন্ম ও মৃত্যু তারিখ উল্লেখ করে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একইভাবে ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিমও।
এ ছাড়া, মেহেদী মিরাজ তার পোস্টে খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের জন্য শক্তি কামনা করেছেন। আর লিটন দাস ও মোহাম্মদ আশরাফুলও জানিয়েছেন শোক।
শুধু পোস্ট করেই নয়, বরং প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবারের নির্ধারিত বিপিএলের সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচও বাতিল করা হয়েছে। সেইসঙ্গে বাতিল হয়েছে নারী ফুটবল লিগের ম্যাচও।
মন্তব্য করুন