স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রিদ ডার্বি হারের দোষ আমার: কার্লো আনচেলত্তি 

হারের দোষ নিজের ওপর নিলেন আনচেলত্তি। ছবি: সংগৃহীত
হারের দোষ নিজের ওপর নিলেন আনচেলত্তি। ছবি: সংগৃহীত

একদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক কামব্যাকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। রিয়াল মাদ্রিদের ওপর চাপ ছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে আবার শীর্ষে ওঠার। তবে শীর্ষে ওঠা দূরে থাক উল্টো রিয়ালের ঘরের ছেলে মোরাতার জোড়া গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে ডার্বির এই লজ্জাজনক হারের দায় শিষ্যদের ওপর না দিয়ে নিজের ওপর নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

বাংলাদেশ সময় রাত ১টায় হওয়া ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে লা লিগার রেকর্ড শিরোপাধারীরা। মাত্র ৪ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের একাডেমির ছেলে মোরাতার গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান। দুই গোল খাওয়ার পর নড়েচড়ে বসে বেলিংহাম-রদ্রিগোরা। ৩৬ মিনিটে টনি ক্রুস একটি গোল করলে কামব্যাকের স্বপ্ন দেখা শুরু করে রিয়াল সমর্থকরা। তবে তাদের এই স্বপ্নকে ধূলিসাৎ করে আবার গোল করেন মোরাতা। রিয়াল মাদ্রিদ পরে প্রাণপণ চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি। এই হারে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেল রিয়াল।

তবে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর কার্লো আনচেলত্তি কোন অজুহাতে আগ্রহী ছিলেন না। অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদের এই খারাপ পারফরম্যান্সের জন্য সম্পূর্ণ দোষ নিজের কাঁধে নেন। ইতালিয় এই কোচ দল থেকে ফোকাস সরিয়ে নিতে চেয়েছিলেন।

প্রবীণ এই কোচের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার দলের কৌশলগত ভুল ছিল এই ম্যাচে। তিনি সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন ডিফেন্সের ভুল এবং তীব্রতার অভাব দর্শকদের তার দলকে ভুগিয়েছে।

“আমরা ভালো শুরু করিনি বা ভালো রক্ষণ করিনি। যখন তারা ২-০ তে এগিয়ে গিয়েছিল, তারা যে খেলাটি চেয়েছিল তাই খেলতে পেরেছে। তারা এই অর্থে আমাদের চেয়ে ভালো করেছে।” ম্যাচ শেষে তিনি বলেন

তিনি আরও যোগ করেন, “আমি মনে করি সিস্টেমটি কোনও সমস্যা ছিল না, বরং ডিফেন্সের ভঙ্গুরতা ছিল। আমরা কমপ্যাক্ট ছিলাম না এবং তারা এটির সুবিধা নিয়েছে।”

হারের সব দোষ নিজের ওপর নিয়ে তিনি বলেন, “দল যখন যা করতে চায় তা না করে, তখন এটা আমার দায়িত্ব। তাদের কাছ থেকে এটি আদায় করতে না পারা এটা আমার দোষ।”

রিয়াল মাদ্রিদ পরবর্তী ম্যাচ লা লিগায় লাস পালমাসের বিরুদ্ধে। বুধবারের ঘরের মাঠের এই ম্যাচের আগে আনচেলত্তির চাওয়া থাকবে দ্রুত ডার্বি হারের দুঃখ ভুলে দলকে উজ্জীবিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১০

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১১

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১২

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৩

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৪

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৫

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৬

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৭

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৮

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৯

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

২০
X