স্প্যানিশ লা লিগায় রোমাঞ্চকর এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ দশ মিনিটের নাটকীয়তায় জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্টরা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বার্সার নতুন হোম ভেন্যু এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে সেল্টা ভিগোর বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা।
জেন্স লারসন ও আনাস্তাসিওস দৌভিকাসের গোলে ৮১ মিনিট পর্যন্ত ২-০ তে পিছিয়ে ছিল জাভির শিষ্যরা। তবে শেষ দশ মিনিটে লেভানদোভস্কির জোড়া গোলের পাশাপাশি কানসালোর গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
লা লিগায় বার্সেলোনার জন্য এক শক্ত প্রতিপক্ষই হয়ে উঠেছে সেল্টা ভিগো। শেষ পাঁচবারের দেখায় বার্সার একটি জয় ও ড্রর বদলে হেরে গেছে তিনবার। এদিনও ঘরের মাঠে সেল্টার বিপক্ষে হারের পথেই ছিল বার্সেলোনা। ম্যাচ শুরুর ১৯ মিনিটের মাথায় লারসনের গোলে ১-০ তে এগিয়ে যায় সফরকারী সেল্টা ভিগো। ৭৬ মিনিটের গ্রিসের দৌভিকাসের গোলে ২-০ তে লিড নেয় সেল্টা। আরও একবার হারের চোখ রাঙানি ছিল জাভি শিবিরে।
তবে এরপরই নাটকীয়তায় রূপ নেয় লুইস কোম্পানি স্টেডিয়াম। দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লেখে বার্সা। ৮১ ও ৮৬ মিনিটের মাথায় টানা দুই গোল করে ২-২ ব্যবধানে সমতায় ফেরান পোলিশ গোলমেশিন রবার্ট লেভানদোভস্কি। ম্যাচে ফিরে আসা বার্সাকে নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে রোমাঞ্চকর জয় এনে দেন কানসালো। নিশ্চিত হারতে বসা ম্যাচটি অবিশ্বাস্যভাবে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।
সেল্টার বিপক্ষে এই জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে।
মন্তব্য করুন