পৃথিবী ভালোবাসাময়, অন্তত প্রেমিক-প্রেমিকারা এটাই বিশ্বাস করেন। প্রেম মানুষকে গড়ে, আবার ভাঙেও।তবে যখন এই প্রেম ভাঙে তখন স্বাভাবিক মানুষও আর স্বাভাবিক থাকতে পারে না। এমনকি প্রেম ভাঙায় নিজের জীবন শেষ করে দেওয়ারও চেষ্টা করেন অনেকে। এমন চেষ্টাই করছেন ফ্রান্সের অন্যতম বিখ্যাত ক্লাব নিসের ফুটবলার অ্যালেক্সিস বেকা বেকা। বান্ধবীর সাথে ব্রেকআপের জোড়ে ব্রিজের উপর থেকে লাফানোর হুমকি দিচ্ছেন এ ফুটবলার।
ওজিসি নিসের মিডফিল্ডার অ্যালেক্সিস বেকা বেকা নিসের বিখ্যাত ম্যাগনান ভায়াডাক্ট ব্রিজ থেকে লাফ দেওয়ার হুমকি দিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে ক্লাবের মনোবিজ্ঞানীর উপস্থিত হয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে। একই সাথে নিসের খেলোয়াড়রাও চেষ্টা করছে তার সাথে যোগাযোগের। এটি ছাড়াও জরুরি পরিষেবা, ফায়ারম্যান এবং সামরিক বাহিনী বেকা বেকাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
মূল ঘটনাটি একটি রোমান্টিক ব্রেকআপের সাথে সম্পর্কিত বলে জানা গেছে। ২২ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২২ সালে লোকোমোটিভ মস্কো থেকে ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নিসে যোগ দিয়েছিলেন তবে এই মৌসুমে মাঠে নামেননি। ভায়াডাক্ট ব্রিজ প্রায় ১০০ মিটার উঁচু। এই ঘটনায় বিশাল ট্রাফিক ব্যাঘাত ঘটছে রাস্তায়।
জানা যায় বেকা বেকা নিস শহরের মধ্য দিয়ে চলা এএইট মোটরওয়েতে গাড়ি থামিয়ে রেলিং টপকে ম্যাগনান ভায়াডাক্টে দাঁড়িয়ে আছে এবং লাফ দেওয়ার হুমকি দিচ্ছে। ফায়ারম্যান এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বর্তমানে বেকা বেকাকে থামানোর চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে বেকা বেকার প্রাক্তন প্রেমিকাও ঘটনাস্থলে আসবেন তাকে বোঝাতে।
মন্তব্য করুন