শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০১:৪৬ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জিকো-মোরসালিনসহ পাঁচ ফুটবলার নিষিদ্ধ

আনিসুর রহমান জিকো (বাঁয়ে) ও শেখ মোরসালিন। ছবি : সংগৃহীত
আনিসুর রহমান জিকো (বাঁয়ে) ও শেখ মোরসালিন। ছবি : সংগৃহীত

সন্ধ্যায় এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের ক্লাব ওডিশা এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। অবশ্য মাঠ নামার আগেই কিংস শিবিরে বয়ে গেছে ঝড়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচজন ফুটবলারকে সাময়িক ভাবে নিষিদ্ধ করেছে টানা চারবারের লিগ চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ওডিশার বিপক্ষে নামার আগে দলের সেরা পাঁচ তারকাকে হারিয়েছে ক্লাবটি। শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে থাকার অভিযোগে সাময়িক ভাবে নিষিদ্ধ হয়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো, স্ট্রাইকার শেখ মোরসালিন, ডিফেন্ডার তপু বর্মন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন।

দলের বিশ্বস্ত একটি সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে। সূত্রটি জানায় এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে মালদ্বীপ যায় বসুন্ধরা কিংস। মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এরপর ফেরার পথে শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়েন এই ৫ ফুটবলার।

তবে কোন অভিযোগের পাঁচ ফুটবলারকে শাস্তি দেওয়া হলো তার প্রকাশ করছে না ক্লাব কর্তৃপক্ষ। সূত্র জানায় মালদ্বীপ থেকে ফেরার পর থেকে দলের অনুশীলনে রাখা হয়নি জিকো-তপুদের। তারা এতেদিন একক ভাবে অনুশীলন করতেন। ফলে ওডিশার বিপক্ষে ম্যাচে বিবেচনায় রাখা হচ্ছে না।

তাছাড়া একই ঘটনায় দুজন স্টাফকেও সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলার স্থান সবার উপরে। কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে অবশ্যই শাস্তি পেতে হবে।

এ সময় তিনি আরও যোগ করেন কাজেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। দৃষ্টান্তমূলক শাস্তির পর আশা করছি খেলোয়াড়রা তাদের ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে এরকম কাজ থেকে বিরত থাকবে।

মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয়েছে বসুন্ধরা। গ্রুপপর্বের লড়াইয়ে টিকে থাকতে ভারতের ক্লাব ওডিশার বিপক্ষে জয়ের ভিন্ন কোনো পথ খোলা নেই কিংসের। তপু, জিকো ও মোরসালিন মূল একাদশের গুরুত্বপূর্ণ সদস্য। রিমন ও সবুজ অতিরিক্ত সদস্য হিসেবে খেলে থাকেন।

গোলকিপার জিকোর পরিবর্তে কিংসের গোলপোস্টের দায়িত্ব সামলাবেন সাইফুল ইসলাম। কিংস একাদশে ফিরবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। মোরসালিনের অভাব পূরণ করবেন এই মিডফিল্ডার। তপু বর্মণের জায়গায় মাঠে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের আরেক ডিফেন্ডার তারিক কাজীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১০

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১১

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১২

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৩

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৪

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৫

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৬

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১৭

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৮

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৯

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

২০
X