স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০১:১৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ
এএফসি কাপ

উড়িষ্যা এফসির বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস

অনুশীলনে ব্যস্ত বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ছবি : সংগৃহীত

এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রতিযোগিতায় দ্বিতীয় ম্যাচে ভারতের ক্লাব উড়িষ্যা এফসির বিপক্ষে মাঠে নামছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক বাছাই পর্ব থেকে বাদ পড়া মোরসালিন-জিকোরা।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বসুন্ধরার কিংস অ্যারেনায় এএফসি কাপের ম্যাচে ভারতের উড়িষ্যা এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয়েছে বসুন্ধরা। নিজেদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় ঘুরে দাঁড়াতে চায় অস্কার ব্রুজনের শিষ্যরা। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত কিংস অ্যারেনায় কোনো লিগ ম্যাচ হারেনি কিংসরা। ভারতের ক্লাবটিকে হারিয়ে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখতে চাই ব্রুজেন শিষ্যরা।

চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভাবে অভিষেক ঘটেছে বসুন্ধরা কিংস অ্যারেনার। এবার ক্লাব পর্যায়েও আন্তর্জাতিক অভিষেক ঘটবে দেশের প্রথম বেসরকারী স্টেডিয়ামটির।

সংবাদ সম্মেলনে অস্কার ব্রুজোন জানিয়েছেন, উড়িষ্যার বিপক্ষে ম্যাচটা খুব কঠিন হবে। আমারা আগে কখনোই টানা দুই ম্যাচ হারিনি। এখানেও (বসুন্ধরা কিংস অ্যারেনা)-তেও কখনও হারিনি। ঘুরে দাড়ানোর খুব ভালো একটা সময় আমাদের সামনে এসেছে।

বসুন্ধরা কিংস কোচ আরও জানিয়েছেন, আমাদের এই ম্যাচটা অনেকটা বাঁচা-মরার লড়াই। সামনে আরও কঠিন ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য। উড়িষ্যা আমাদের মতো নতুন একটা ক্লাব। শেষ মৌসুমে তারা সুপার কাপ জিতেছে, চলতি মৌসুমটাও ভালোভাবে শুরু করেছে তারা। শীর্ষ মানের কোচ আছে তাদের। গুরুত্বপূর্ণ জায়গায় তাদের মূল খেলোয়াড়রা আছে। এ ম্যাচটায় ছোট ছোট বিষয়গুলো ব্যবধান গড়ে দেবে বলে মনে হচ্ছে। দুই দলের জন্যই ম্যাচটা বাঁচা-মরার লড়াই।

উড়িষ্যার কোচ সার্জিও লোবেরা বলেন, ‘বসুন্ধরা কঠিন প্রতিপক্ষ। তারা বাংলাদেশের চ্যাম্পিয়ন। আর ঘরের মাঠে অবশ্যই এগিয়ে থাকবে তারা। কিন্তু আমরা বাংলাদেশে জয়ের জন্য এসেছি, জয় নিয়েই ফিরতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরুদণ্ড সমস্যায় কর্মহীন ৬০ ভাগ রোগী

‘কৃষিজমি ও পরিবেশ নষ্ট করে বর্জ্যের প্লান্ট করা যাবে না’

‘জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে’

তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

নেত্রকোনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী / কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে : পুলিশ সুপার

প্রস্রাবের রং কারণ ছাড়াই ঘোলাটে, এটা কীসের ইঙ্গিত

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ রোপণ

এইচএসসি পরীক্ষায় আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য 

১০

পৃথিবীর সবচেয়ে দামি পালক কোন পাখির?

১১

চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন / সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই : সলিম উল্লাহ

১২

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

১৩

ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন

১৪

লালমনিরহাটে আনন্দঘন পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

কালবেলার সংবাদ পাঠকদের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য : জেলা ম্যাজিস্ট্রেট

১৬

সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পুলিশ 

১৭

বিশ্বকাপের শেষ ট্রেন ধরল আমিরাত, চূড়ান্ত ২০ দলের তালিকা প্রকাশ

১৮

সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান

১৯

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

২০
X