স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১০:৫৩ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নর্থ মেসোডোনিয়াকে ৭ গোলে বিধ্বস্ত করল ইংল্যান্ড

ইংল্যান্ডের হয়ে হাটট্রিক করা বুকায়ো সাকা। ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের হয়ে হাটট্রিক করা বুকায়ো সাকা। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে ওল্ড ট্রাফোডে প্রায় ১৬ বছর পর খেলতে নামে ইংল্যান্ড। এত বছর পর খেলতে নেমেও ওল্ড ট্রাফোডের দর্শকদের হতাশ করেনি গারেথ সাউথগেট শিষ্যরা। চোখ ধাঁধানো ফুটবল নৈপুণ্যে নর্থ মেসোডোনিয়াকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। থ্রি লায়ন্সদের হয়ে হাটট্রিক করেন আর্সেনালের বুকায়ো সাকা, দুটি গোল করেন দলটির অধিনায়ক হ্যারি কেইন এবং একটি করে গোল করেন ম্যানচেস্টারের দুই ক্লাবের খেলোয়াড় মার্কাস রাশফোর্ড এবং কেভিন ফিলিপস।

ইংল্যান্ডের ওল্ড ট্রাফোডে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে শুরু থেকেই দাপুটে খেলা শুরু করে ইংলিশরা। দ্বিতীয় মিনিটেই ম্যাচের প্রথম ভালো সুযোগ পায় ইংল্যান্ড। তবে কাইল ওয়াকারের কাছ থেকে বল পেয়ে গোলকিপারকে তেমন একটা পরীক্ষায় ফেলতে পারেননি সাকা।

স্বাগতিকদের বারবার আক্রমণের সামনে শুরুতে দৃঢ়তা দেখায় মেসোডোনিয়া। প্রথমার্ধের লম্বা একটা সময় ঠেকিয়ে রাখে সাকা, কেইন, রাশফোর্ডদের। তবে ২৯তম মিনিটে প্রতিরোধ ভেঙে পড়ে নর্থ মেসোডোনিয়ার। রাশফোর্ডের পা থেকে লুক শ, তার কাছ থেকে কেইনের ঠান্ডা মাথায় করা ট্যাপ ইন এ বল জালে পৌঁছে যায়।

৩৮ মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন সাকা। আর্সেনালের এই উইঙ্গার ওয়াকারের কাছ থেকে পাওয়া বলে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ব্যবধান আরও বাড়ান রাশফোর্ড। মেসোডোনিয়ার এক ডিফেন্ডারের কাছ থেকে বল দখল করে কেইন খুঁজে নেন লিভারপুলের জর্ডান হেন্ডারসনকে। টাচলাইন ধরে এগিয়ে লিভারপুলের মিডফিল্ডার বল বাড়ান রাশফোর্ডকে। ছয় গজ দূর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের ছেলে বাকি কাজ সারেন। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলতে থাকে সাউথগেট শিবির। ইউরো ফাইনালিস্টদের চতুর্থ গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৪৭তম মিনিটে ট্রেন্ট-আর্নল্ডের ৫০ গজ দূর থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন সাকা। চার মিনিট পর আরেকটি গোলে তিনি তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন।

৬৪তম মিনিটে গোল উৎসবে যোগ দেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ফিলিপস। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে দলের সপ্তম এবং শেষ গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন। বাকি সময়ে আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি থ্রি লায়ন্স শিবির।

চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। দিনের অন্য ম্যাচে মাল্টাকে ১-০ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে ইউক্রেন।

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইতালি। সমান পয়েন্ট নিয়ে চারে মেসিডোনিয়া, একটি ম্যাচ বেশি খেলেছে তারা। চার ম্যাচের সবগুলো হেরে গ্রুপের তলানিতে আছে মাল্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১০

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১১

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১২

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৩

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৪

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৫

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৬

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৭

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৮

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৯

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

২০
X