

মেক্সিকোর মোন্তের্রের সাথে চুক্তি নবায়ন না করে আনুষ্ঠানিকভাবে ফ্রি এজেন্ট হয়েছেন কিংবদন্তি স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। বয়স প্রায় ৪০ ছুঁই-ছুঁই হলেও এখনই অবসরের প্রশ্ন তুলতে নারাজ তিনি। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম কাডেরা সার দাবি করেছে—রেড ডেভিলসরা জানুয়ারি ২০২৬ থেকে তাকে দলে ভেড়ানোর জন্য প্রস্তাব পাঠিয়েছে।
রামোসের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের প্রতি ইউনাইটেডের আগ্রহের কারণ স্পষ্ট। রক্ষণভাগে প্রচুর প্রতিভাবান ফুটবলার থাকলেও নেতৃত্বে ঘাটতি অনুভব করছে ওল্ড ট্র্যাফোর্ড। সেই শূন্যতা পূরণে রামোসকে আদর্শ সমাধান হিসেবেই দেখা হচ্ছে।
ইউনাইটেডের পাশাপাশি ইতালিতেও নাম উঠেছে রামোসের। বিশেষ করে এসি মিলান, যেখানে আবার দেখা মিলতে পারে রিয়াল মাদ্রিদে তার পুরোনো সতীর্থ লুকা মদ্রিচের। চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেই সৌভাগ্যবান জুটি যদি মিলানে আবারও একত্র হয়, তবে তা হবে পুরো ইউরোপিয়ান ফুটবলের জন্যই আলোচনার কেন্দ্রবিন্দু।
রামোস প্রমাণ করে দিয়েছেন যে বয়স তার উচ্চাকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারেনি। ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সই তার সাম্প্রতিক উদাহরণ। নকআউট পর্যন্ত লড়াই করে দলকে টেনে নিয়ে গেছেন তিনি। ফলে ইউরোপে ফেরার আকাঙ্ক্ষা একদমই অবাস্তব নয়।
মন্তব্য করুন