রিয়াল মাদ্রিদের সমর্থক এবং খেলোয়াড় সবাইকে যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে রিয়ালের সব থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে? সবাই এক বাক্যে বলবেন জুড বেলিংহাম। বুরুসিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমেই লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়া এই মিডফিল্ডার ছুটছেন দুর্বার গতিতে। একের পর এক পারফর্ম্যান্সে রিয়াল মাদ্রিদকে জিতিয়েই চলছেন ২০ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের ম্যাচে নাপোলিকে হারায় রিয়াল মাদ্রিদ। বেলিংহামের গোল এবং অ্যাসিস্টে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-২ ব্যবধানের জয় নিয়ে ব্যার্নাবুতে ফিরছে কার্লো আনচেলেত্তির দল।
প্রতিপক্ষের মাঠে কঠিন এই লড়াইয়ে রিয়ালের জয়ের নায়ক অবধারিতভাবে সেই বেলিংহামই। রিয়ালের এই জয়ে বেলিংহাম গোল করেছেন একটি, ভিনিসিয়ুস জুনিয়রের করা গোলে ছিলেন সহায়কের ভূমিকায়। রিয়াল শেষ গোলটি পেয়েছে প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে। নাপোলির হয়ে একটি করে গোল করেছেন স্কিরি অস্টিগার্ড ও পিওতর জিয়েলিনস্কি।
৩৩ বছর পর লিগ শিরোপা জেতার আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করা নাপোলির শুরুটা হয়েছিল দারুণ। প্রথম থেকে আক্রমণের ধারা ধরে রেখে ম্যাচের মাত্র ১৯তম মিনিটেই অস্টিগার্ডের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে পরে কেমন যেন ছন্দ হারায় দলটি, বিশেষ করে রক্ষণ হয়ে পড়ে নড়বড়ে। সেই সুযোগে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপাধারীরা। ২৭ মিনিটে নাপোলি অধিনায়ক ডি লরেঞ্জোর ভুলে ডি বক্সের সামনে বল পেয়ে যান বেলিংহাম। জায়গা বানিয়ে বল বাড়ান বা দিক দিয়ে দ্রুত বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুস জুনিয়রের দিকে। রক্ষণকে বোকা বানিয়ে ব্রাজিলিয়ান এই উইঙ্গারের নেওয়া জোরালো শট খুঁজে পায় জালের দেখা।
প্রথম গোলে সহায়কের ভূমিকায় থাকা বেলিংহ্যাম একটু পর দর্শনীয় এক গোলে নিজেই নাম লেখান স্কোরশিটে। মাঝামাঠে থেকে বল নিয়ে বক্সে ঢুকে একাধিক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বুলেট গতির শটে পরাস্ত করেন নাপোলি গোলকিপারকে। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে হওয়া দুই ম্যাচই গোলের দেখা পেলেন বেলিংহাম।
দ্রুত দুই গোল হজমের পরে পাল্টা আক্রমণে যায় নাপোলি। তৈরি করে বেশ কিছু ভালো সুযোগও তবে রিয়াল গোলকিপার কেপা আরিজাবালাগার দৃঢ়তায় এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫৪ তম মিনিটে রেফারির দেওয়া বিতর্কিত এক পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান জেলিনিস্কি। এরপর দুই দলই খুঁজতে থাকে জয়সূচক গোল। ৭৬ তম মিনিটে রিয়াল মাদ্রিদ সেটি পেয়ে যায় নাপোলি গোলকিপারের কল্যানে। রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদ্রিকো ভার্লবার্দের নেওয়া জোরালো শট নাপোলি ডিফেন্ডার ডি লরেঞ্জোর গায়ে লেগে দিক পালটে ক্রসবার থেকে লাগে নাপোলি কিপার এলেক্স মেরেটের গায়ে তারপর তা জড়ায় জালে। বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি নাপোলি।
দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট তুলে নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এই গ্রুপের অন্য ম্যাচে উইনিয়ন বার্লিন ৩-২ গোলে হেরেছে ব্রাগার কাছে।
মন্তব্য করুন