স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

যোগ করা সময়ে অবিশ্বাস্য জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যাকটমিনের জোড়া গোলে অবিশ্বাস্য জয় ইউনাইটেডের। ছবি: সংগৃহীত
ম্যাকটমিনের জোড়া গোলে অবিশ্বাস্য জয় ইউনাইটেডের। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় দলটির নামই ছিল কামব্যাক কিংস। ম্যানইউর বিরুদ্ধে প্রতিপক্ষ গোল করলে কতবার যে ফেরত এসেছে ওল্ড ট্রাফোডের দলটি তার ইয়ত্তা নেই। স্যার আলেক্স এখন ইউনাইটেডের ডাগআউটে নেই, দলটিরও আর পুরোনো জৌলুশ নেই। তবে মাঝেমধ্যে এখনো পুরোনো রূপে ফেরত আসে ইউনাইটেড যেমনটি দেখা গেল গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেও যোগ করা সময়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে এই মৌসুমে ধুঁকতে থাকা ম্যানইউ।

শনিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে এরিক টেন হাহের শিষ্যরা আতিথেয়তা দেয় ব্রেন্টফোর্ডকে। প্রথম থেকেই অ্যাটাক করে খেলতে থাকলেও ব্রেন্টফোর্ডের জমাট ডিফেন্সের সামনে পারছিল না রেড ডেভিলসরা। এর মাঝে ২৬তম মিনিটে গোল খেয়ে বসে দলটি।

গোলটির পেছনে দায় আছে কাসেমিরো ও গোলরক্ষক আন্দ্রে ওনানার। ব্রাজিলিয়ান মিডফিল্ডার পজেশন হারানোর পর বাজে ডিফেন্ডিংয়ের দেখা মেলে। বল ক্লিয়ার করার সুযোগ থাকলেও পারেনি কেউ। ডি-বক্সের মধ্যে ইয়েনসেনের নেওয়া নিচু শট আয়ত্তের বাইরে ছিল না ওনানার, কিন্তু তিনি ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।

গোল খাওয়ার পর মরিয়া হয়ে চেষ্টা চালায় ইউনাইটেড ফেরত আসার। তবে প্রতিপক্ষের জমাট ডিফেন্সে সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল রাশফোর্ড-ফার্নান্দেজদের। বারবার ব্যর্থ হয়ে ইউনাইটেডের খেলোয়াড়দের সঙ্গে ভক্তদের মধ্যেও হতাশা দেখা দেয়। নিশ্চিত হার ধরে নিয়ে কেউ হতাশায় আবার কেউ ক্ষোভে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। যাবেন না-ই বা কেন? সব প্রতিযোগিতা মিলিয়ে আগের দুই ম্যাচেও হেরে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড যে তখন আরেকটি হার থেকে রেফারির শেষ বাঁশি শোনা সময়ের দূরত্বে। মানে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের ৯২ মিনিট ৪৬ সেকেন্ড পর্যন্তও তারা ১-০ ব্যবধানে পিছিয়ে!

এরপরই দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন ‘সুপার সাব’ স্কট ম্যাকটমিনে। যোগ করা সময়ে ম্যাকটমিনের জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতল ইউনাইটেড। প্রিমিয়ার লিগ ইতিহাসে এবারই প্রথম নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও জিতল রেড ডেভিলরা।

৮৭ মিনিটে সোফিয়ান আমরাবাতের বদলি নামার কিছুক্ষণের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ম্যাকটমিনে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতা ফেরান। এর ৪ মিনিট পর হ্যারি ম্যাগুয়ারের বাড়ানো বলে করেন জয়সূচক গোল।

এবারের লিগে আট ম্যাচে এই নিয়ে কেবল চারটি জয় পেল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা।

বাজে সময়ের মধ্যে দিয়ে পথচলা চেলসিও এদিন জয় পেয়েছে; বার্নলির মাঠে ৪-১ গোলে জিতেছে তারা। ১১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।

দিনের প্রথম ম্যাচে লুটন টাউনকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। আসরে এখন পর্যন্ত অপরাজিত দলটি আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X