চলমান ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যু নিয়ে এখন পুরো বিশ্বের সবচেয়ে বড় আলোচিত বিষয়। ফুটবলও তার বাইরে নয় অবস্থা এমন দাঁড়িয়েছে ইউরোপের ফুটবল ক্লাবগুলো তাদের চুক্তিভুক্ত খেলোয়াড়দের আলোচিত এই ইস্যু নিয়ে কথা বলতে মানা করে দিচ্ছে এমনকি খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইস্যু নিয়ে কোনো পোস্ট করা হলে তাদের নিষিদ্ধ পর্যন্ত করা হচ্ছে। তবে সমর্থকরা চাইলে দেশগুলোর প্রতি তাদের সমর্থন জানান দিতে পারতেন ব্যানার এবং পতাকার মাধ্যমে। এবার সেই সুযোগও থাকছে না।
ইংলিশ প্রিমিয়ার লিগ এই সপ্তাহের শেষের দিকে তাদের ক্লাবগুলোকে স্টেডিয়ামের ভেতরে ইসরায়েল এবং ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ করার পরামর্শ দিয়ে নির্দেশিকা জারি করবে।
লিগ কর্তৃপক্ষ জানায় যে নিরাপত্তা সংস্থা এবং ইহুদি গোষ্ঠীগুলোর সঙ্গে পরামর্শ করার পরেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। স্টেডিয়ামের ভেতর পতাকা প্রদর্শন বন্ধ করা তাদের সুপারিশগুলোর মধ্যে একটি ছিল।
এবারের আন্তর্জাতিক বিরতির সময় অস্ট্রেলিয়া এবং ইতালির বিরুদ্ধে ইংল্যান্ডের হোম ম্যাচের জন্য, এফএ একইভাবে পতাকা এবং অস্ট্রেলিয়া ও ইতালি বাদে অন্য দলগুলোর জার্সি পরে মাঠে আসা নিষিদ্ধ করে ছিল।
এই সিদ্ধান্ত ৭ অক্টোবরের ইসরায়েলে হামাসের হামলার পরে ইসরায়েলের গাজায় হামলা চালানোর পরে নেওয়া হয়।
কিছু ক্লাব, যেমন টটেনহ্যাম, ইতিমধ্যেই দ্বন্দ্বে থাকা দেশগুলির পতাকার বিষয়ে অনুরূপ নীতি আরোপ করেছে ।
প্রিমিয়ার লিগ তাদের এই নীতির বাস্তবায়ন ক্লাবগুলো এবং তাদের নিরাপত্তা দলের ওপর ছেড়ে দেবে, যারা কোভিড-১৯ বিধিনিষেধের মতো একই ধরনের লিগব্যাপী ব্যবস্থা প্রয়োগে অভিজ্ঞ।
ইংলিশ ফুটবল লিগও (ইএফএল) সুপারিশ করেছে তাদের ক্লাবগুলোকে ইসরায়েল বা ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে এমন পতাকা স্টেডিয়ামে আনার অনুমতি দেওয়া উচিত হবে না বলে।
প্রিমিয়ার লিগ এবং ইএফএল গত সপ্তাহে নিশ্চিত করেছে যে এই সপ্তাহের ম্যাচের আগে হামলায় উভয়পক্ষের নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হবে।
মন্তব্য করুন