২০২৩ সালের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ অক্টোবর। এবারের ব্যালন ডি’অর জয়ের জন্য লিওনেল মেসি ও আর্লিং হলান্ড দুজনই যোগ্য বলে মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। এমনকি মেসির জন্য আলাদা একটা ব্যালন ডি’অর বরাদ্দ চান স্প্যানিশ মাস্টারমাইন্ড।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএন।
২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে সোনালি ট্রফি এনে দেন মেসি। চলতি বছরেও দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে এগিয়ে আছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।
আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে পুরস্কার জয়ের লড়াইয়ে আছেন ম্যানসিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড। গত মৌসুমে সিটিজেনদের হয়ে ঐতিহাসিক ট্রেবল শিরোপা জিতেছেন নরওয়েজিয়ান তারকা। পঞ্চাশের ওপরে গোলও করেছেন দীর্ঘদেহী ফুটবলার। কিন্তু বিশ্বকাপ জেতায় ব্যালন ডি’অর মেসির হাতে উঠবে বলে ইঙ্গিতও করেন সিটি বস। তিনি বলেন, ‘আমি সব সময় বলে থাকি ব্যালনের জন্য দুটি আলাদা ক্যাটাগরি থাকা উচিত। একটি থাকবে লিও’র জন্য, অন্যটি বাকি ফুটবলারদের জন্য।’
বর্তমান শিষ্য হলান্ডের ব্যালন ডি’অর জেতা নিয়ে গার্দিওলা বলেন, ‘হলান্ডের ব্যালন ডি’অর জেতা উচিত। হ্যাঁ এবং হ্যাঁ। আমরা গত মৌসুমে ট্রেবল জিতেছি। হলান্ড ৫০-এর বেশি গোল করেছে। কিন্তু মেসি... সে আবার বিশ্বকাপ জিতেছে।’
মন্তব্য করুন