স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানসম্ভবা প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন নেইমার

নেইমার ও ব্রুনা বিয়ানকার্দি। ছবি : সংগৃহীত
নেইমার ও ব্রুনা বিয়ানকার্দি। ছবি : সংগৃহীত

সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি খোলা চিঠির মধ্যে ক্ষমা চান এই ফুটবল খেলোয়াড়। মূলত ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস গত মঙ্গলবার নেইমারকে নিয়ে একটি গুঞ্জনের কারণে নেইমার ক্ষমা চান।

এরলান বাস্তোস জানান, ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার। বাস্তোস আরও দাবি করেন, ব্রুনার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি ‘চুক্তি’ আছে নেইমারের। পিএসজি তারকা চাইলে অন্য কারও সঙ্গে প্রেম করতে পারবেন। কিন্তু ব্রুনা বিয়ানকার্দি এই দাবি অস্বীকার করে বাস্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।

এর পরিপ্রেক্ষিত ইনস্টাগ্রামে খোলা চিঠিটি পোস্ট করেন নেইমার।

চিঠিতে নেইমার লেখেন, ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি এবং সন্তান) জন্য করছি। তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, আমার বিষয়ে যে গুঞ্জন উঠেছে, এর জন্য তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।

নেইমারের চিঠির এই প্রথম অংশটুকু পড়ে আন্দাজ করা যায় এরলান বাস্তোসের দাবি সম্ভবত ঠিক হলেও হতে পারে।

চিঠির বাকি অংশে ব্রাজিলের এই ফরোয়ার্ড লিখেছেন, আমি প্রতিদিনই ভুল করি। এটা বলতে ভয় নেই। সেটা মাঠে কিংবা এর বাইরে হোক। কিন্তু ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি ঘরে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঠিক করি। আর এ সবকিছুই আমার জীবনে অন্যতম বিশেষ মানুষটির জন্য। আর সেই মানুষটি আমার স্বপ্নের নারী, আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, যা এখন আমার পরিবারও।

নেইমার চিঠিতে আরও লেখেন, ব্রুনা নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনো বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। অবশ্যই সন্তানের প্রতি আমাদের ভালোবাসা এবং যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তাতে সফল হতে পারব। একে অপরের প্রতি ভালোবাসাই আমাদের আরও শক্তিশালী করবে।

নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র তার ছেলের এই পোস্টে মন্তব্য করেছেন। সিনিয়রের মন্তব্যটা দার্শনিকসুলভ, ‘এটাই... আমরা সব সময় জীবন থেকে শিখি। অভিনন্দন (ভালোবাসা)।

গত এপ্রিলে জানা গিয়েছিল, প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’–এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছিলেন ব্রুনা। সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সাল থেকে দুজনের মন দেওয়া-নেওয়া শুরু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেলে চান্স পেয়েও পড়া অনিশ্চিত তিথির

ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ

হরর সিনেমায় জ্যাজি বিটজ

রাজধানীতে তীব্র গ্যাসের সংকট কেন, জানাল তিতাস

দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত

জকসুতে পরাজয়ের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানালেন রাকিব

ঢাকায় সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

ধর্মঘট প্রত্যাহারের পর সিলিন্ডারের দাম কত চান ব্যবসায়ীরা?

১০

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

১১

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

১২

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

১৩

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

১৪

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

১৬

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

১৭

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১৮

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

১৯

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

২০
X