

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। লাতিন আমেরিকার দেশটিতে গেল শনিবার অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এ নিয়ে বুধবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি যে তারা এখন বসে আলোচনা করে একটি এমন অবস্থানে পৌঁছানোর চেষ্টা করুক যা ভেনিজুয়েলার মানুষের কল্যাণ এবং নিরাপত্তার স্বার্থে হবে।
ভেনেজুয়েলার সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, দেশটির মানুষ যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে।
লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার বেট্টেলের সঙ্গে এক বৈঠকের সময় এই মন্তব্য করেন জয়শঙ্কর। ওই বৈঠকে উভয় দেশের নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। এর আগে ভেনেজুয়েলা ইস্যুতে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য করুন