জমে উঠেছে এবারের ইতালিয়ান সিরি আ। এবারের মৌসুমে শুরু থেকেই দেখা যাচ্ছে মিলানের দুই ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান ও ইন্টার মিলানের লড়াই। এই সপ্তাহে এসি মিলানের সামনে সুযোগ ছিল লিগ টেবিলের শীর্ষে ওঠার। তবে ঘরের মাঠে জুভেন্টাসের কাছে হার সেটি আর হতে দিল না। সান সিরোতে রোববার (২২ অক্টোবর) রাতে লিগ ম্যাচে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। একমাত্র গোলটি করেন মানুয়েল লোকাতেল্লি।
প্রথমার্ধে দুই দলই একটি করে দারুণ সুযোগ পায়। চতুর্দশ মিনিটে ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুর বক্সের মধ্যে থেকে দুর্দান্ত ভলি অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলকিপার ভয়চেখ শেজনি। তবে ৪০তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রতিপক্ষের ফরোয়ার্ড মোইজে কিনকে ফাউল করায় জার্মান ডিফেন্ডার মালিক চাওকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ১০ জনে পরিণত হয় মিলান।
৬৩তম মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন লোকাতেল্লি। গোলটিতে তিনি ভাগ্যের ছোঁয়াও পান। ৩০ গজ দূর থেকে নেয়া ইতালিয়ান মিডফিল্ডারের জোরাল শটে বল প্রতিপক্ষের রাদে ক্রুনিচের পায়ে লেগে উঁচু হয়ে এবং দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলকিপারের।
শেষ দিকে দশ জনের মিলান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তবে উল্টো তাদের ওপর প্রবল চাপ বাড়ায় জুভেন্টাস। দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে তারা, তবে গোলকিপার আন্তোনিও মিরান্তের বাধায় ব্যবধান আর বাড়াতে পারেনি সিরি আ'র রেকর্ড চ্যাম্পিয়নরা। টানা চার জয়ের পর হারের স্বাদ পেল মিলান।
৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তুরিনের বুড়িরা। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া এসি মিলান ১ পয়েন্ট বেশি নিয়ে আছে দুইয়ে। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২২।
মন্তব্য করুন