স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০২:৫৪ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মা চান এমবাপ্পে রিয়ালে যাক 

মায়ের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত
মায়ের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত

২০২২-২৩ এর ট্রান্সফার উইন্ডো; কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাবে নাকি পিএসজিতে থাকবে? রিয়াল মাদ্রিদে যাবেন নাকি পিএসজিতে থাকবেন? এ নিয়ে যখন পুরো ফুটবলবিশ্ব সরব, তখনই এমবাপ্পে মাদ্রিদকে হতাশ করে থেকে যান প্যারিসে।

তবে রিয়াল মাদ্রিদের আগের মৌসুমে ফরাসি এই তারকাকে না পাওয়ার হতাশা সম্ভবত শিগগির রূপ নিতে পারে আনন্দে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এমবাপ্পের মা চান তার ছেলে এই মৌসুমে যোগ দিক রিয়ালে।

কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারে তার মায়ের ভূমিকা কারও অজানা নয়। ২০২১ সালে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়নের নাটকীয়তার সময় তার মা নিজেই পরিস্থিতি সামাল দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তার মা জানিয়েছিলেন, তার এবং এমবাপ্পের ইচ্ছা ছিল রিয়ালে যোগ দেওয়ার।

ওই সময় না হলেও এবার সম্ভবত তার ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। মৌসুম শেষে পিএসজিকে ২০২৪ সালের পর চুক্তি নবায়ন না করার চিঠি পাঠিয়েছেন এমবাপ্পে। তবে চুক্তি নবায়ন না করলে ফরাসি তারকাকে এই মৌসুমেই ক্লাব ছাড়তে হবে বলে পাল্টা হুমকি দিয়েছে পিএসজি। এমবাপ্পে-পিএসজি মুখোমুখি হওয়ার পরই ধারণা করা হচ্ছিল, এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনার টেবিলে প্রতিনিধিত্ব করতে এগিয়ে আসবেন তার মা।

এর আগে এমবাপ্পের মা তার বাণিজ্যিক দিকগুলোর দেখাশোনা করলেও এখন তিনি ক্লাবের সঙ্গে তার ছেলের চুক্তির বিষয়ে দরকষাকষির কাজ করছেন। নতুন খবর হচ্ছে, তিনি নাকি চান তার ছেলে এবার পিএসজি ছেড়ে রিয়ালেই যাক।

এমবাপ্পের মায়ের চাওয়ার বিষয়টি অবশ্য রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজেরও জানা। এমবাপ্পে যখন পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, তিনি তখন বলেছিলেন, ‘আমার ধারণা, তার (এমবাপ্পে) মা-ও চায় সে রিয়াল মাদ্রিদে আসুক। কারণ, এটা শৈশব থেকেই তার চাওয়া। আমি তার মায়ের সঙ্গে কথা বলিনি। কিন্তু আমি জেনেছি, তার মন খারাপ। তবে যখন পরিস্থিতি বদলে যায় এবং একজন মানুষ কোনো সিদ্ধান্ত নেয়, তবে সেটাকে আপনার সম্মান করতে হবে। তার বয়স ২৩, তাকে অনেক চাপের মধ্যে রেখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে।’

এবার দেখার বিষয়, এই ভিন্ন পরিস্থিতিতে এমবাপ্পের মায়ের চাওয়া পূরণ হয় কিনা। এবারের ভিন্ন পরিস্থিতিতে এমবাপ্পেকে ধরে রাখার অনড় অবস্থান থেকে সরে এসেছে পিএসজি। আর রিয়ালের এমবাপ্পেকে পাওয়ার আকাঙ্ক্ষাও কারও অজানা নয়। সব মিলিয়ে হয়তো এ মৌসুমেই লস ব্লাঙ্কোসদের বিখ্যাত জার্সি গায়ে জড়াবেন ফুটবল বিশ্বের নতুন এই তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে গরম পানি পানের ৭ উপকারিতা

ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার খবর কী

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ১৩

‘জাতীয় পার্টিকে সুযোগ দিলে নির্বাচন বর্জন করবে গণঅধিকার পরিষদ’

পৌরসভায় বড় নিয়োগ

৮ জেলায় নিয়োগ দিচ্ছে ব্র্যাক

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

এইচএসসি পাসেই আবেদন করুন সেলস অ্যাসিস্ট্যান্ট পদে

রাজধানীতে আজ কোথায় কী

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

১০

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

১৯ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

বরিশালে চলতি বছরে ২০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

১৪

আলোচিত চেয়ারম্যান হত্যা মামলার আসামি শুটার শামীম আটক

১৫

ব্রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

১৬

চিরকুটে লেখা ‘মান সম্মান সব গেছে’, পাশে দম্প‌তির মরদেহ

১৭

কেশবপুরে বিএনপি নেতা আবু হত্যার রহস্য উন্মোচনসহ দোষীদের গ্রেপ্তারের দাবি

১৮

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে

১৯

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

২০
X