আবারও সাফ চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত হলো বঙ্গবন্ধুর নাম। ২০০৯ সালে বেক্সিমকো গ্রুপের কল্যাণে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসরের সঙ্গে জড়িয়েছিল বঙ্গবন্ধুর নাম। এবার বসুন্ধরা গ্রুপের কল্যাণে আসরটির নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ’।
সাফ দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে প্রতিযোগিতার নামের সঙ্গে ‘বঙ্গবন্ধু’ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের (সাফ) হেড অব মিডিয়া আইয়ুশ খড়কার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
ভারতের বেঙ্গালুরুতে গত বুধবার শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অতিথি দল হিসেবে খেলছে লেবানন ও কুয়েত। আট জাতির আসরের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ লেবানের কাছে ০-২ গোলে হেরেছে। দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ মালদ্বীপ; দলটি নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে। তৃতীয় গ্রুপ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।
মন্তব্য করুন