স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নস লিগে শাখতারের কাছে বার্সেলোনার হার

ফেলিক্স-লেভানডস্কিরা জয় এনে দিতে পারল না বার্সেলোনাকে। ছবি : সংগৃহীত
ফেলিক্স-লেভানডস্কিরা জয় এনে দিতে পারল না বার্সেলোনাকে। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য সমীকরণ ছিল সহজ। শাখতারের মাঠ থেকে জয় বা ড্র নিয়ে ফিরলেই দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করত জাভি হার্নান্দেজের শিষ্যরা। তবে পেদ্রি-লেভানডস্কিরা পারল না নকআউটপর্ব নিশ্চিত করতে। জার্মানির হামবুর্গে শাখতারের কাছে পরাজয় বরণ করে নিতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বর্তমান মাঠ জার্মানির হামবুর্গে আতিথেয়তা নেয় বার্সেলোনা। ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখলেও ডানিলো সিকানের একমাত্র গোলে হার নিয়ে ফিরতে হচ্ছে বার্সার।

ম্যাচের পনের মিনিটেই প্রথম ভালো সুযোগ পায় শাখতার। কিন্তু সতীর্থের পাস ধরে বক্সে গোলরক্ষককে একা পেয়েও তার গায়ে মেরে সুযোগ নষ্ট করেন মিকোলা মাতভিয়েঙ্কা।

পাঁচ মিনিট পর বার্সার জার্মান মিডফিল্ডার ইলকায় গুনদোয়ানের থ্রু পাস বাড়ানোর সময় শাখতার গোলকিপার পোস্ট ছেড়ে বেরিয়ে এসে চার্জ করেন, একই সময়ে রবার্ট লেভানডস্কি বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন, তবে প্রথম স্পর্শটা জোরে হওয়ায় বল চলে যায় বাইরে।

বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকলেও গতিময় ফুটবল উপহার দেয় শাখতার। সুযোগ পেলেই হানা দিচ্ছিল বার্সেলোনার রক্ষণে। ৪০তম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। ডান দিক থেকে গিওর্গির বাড়ানো আড়াআড়ি ক্রস অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন ড্যানিলো সিকান। লাফিয়েও বলের নাগাল পাননি টের স্টেগেন।

বিরতির আগে পোস্টে রাখা মাত্র দুই শটের একটি থেকে গোলটি তুলে নেয় শাখতার। অন্যদিকে, লক্ষ্যে কোনো শটই নিতে পারেননি লেভানডস্কি-রাফিনিয়ারা!

৬১তম মিনিটে পোস্টে প্রথম শট রাখতে সমর্থ হয় বার্সেলোনা। লেভানডস্কির থ্রু পাস ধরে গাভির শট ফিরিয়ে শাখতারকে এগিয়ে রাখেন গোলকিপার। একটু পর ফেলিক্সের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়।

৮৬তম মিনিটে জয় নিশ্চিত হয়ে যেতে পারত শাখতারের। বাম দিক থেকে জায়গা করে নিয়ে নিখুঁত কোনাকুনি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার মার্তিন্স দা সিলভা, কিন্তু অফসাইডের কারণে হয়নি গোল।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গুনদোয়ানের শট প্রতিহত হওয়ার পর কর্নারে লেভানডস্কির হেডও লক্ষ্যভ্রষ্ট হলে হার নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার।

ম্যাচজুড়ে নিজেদের ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি বার্সেলোনার আক্রমণভাগ। গোলের উদ্দেশ্যে নেওয়া ১৩টি শটের মাত্র একটিই পোস্টে রাখতে পারে তারা।

টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের তেতো স্বাদ পেলেও ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে শীর্ষে আছে বার্সেলোনা। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শাখতার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মন্দিরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছে নুরুদ্দিন অপু

জকসু নির্বাচনে ১৮ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরুর ঘোষণা

সীমান্তে বিএসএফের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন রনি

জুলাই গণহত্যায় দায়ী ওসি-এসপিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হবে : রিফাত

টাকা তুলে ফেরার পথে সাবেক সেনাসদস্য নিহত

হাদি হত্যার আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাবির ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদা পাঠানোর নির্দেশ

বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে, যা জানালেন বিসিবি পরিচালক

ট্রাম্পের সাক্ষাৎ পেতে ‘স্যার’ ডেকে আকুতি জানিয়েছিলেন মোদি

১০

গ্রেপ্তারের পর যুবলীগ নেতার পোস্ট, লিখলেন ‘আমাকে পুলিশ ধরল’

১১

অক্ষয় খান্নার চরিত্র যেভাবে ‘ছিনিয়ে’ নেন আমির!

১২

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

১৩

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা

১৪

ড. রেজা কিবরিয়াকে শোকজ

১৫

সুনেরাহ অনেক পোংটা: আরশ খান

১৬

কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান 

১৭

সাতক্ষীরায় বছরের সর্বনিম্ন তাপমাত্রার রাতে শীতবস্ত্র বিতরণ

১৮

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

১৯

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

২০
X