বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। সবশেষ বাছাই পর্বের প্রিলিমিনারি রাউন্ডে খেলা মালদ্বীপ ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়েছে সকারুদের মুখোমুখি হয়েছে জামাল ভূঁইয়ারা। ম্যাচের ৪ মিনিটের মাথায় স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে দেন সকারু ডিফেন্ডার হ্যারি সোট্টার।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মেলবোর্নের অ্যামি পার্কে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাছাই পর্বের ফুটবল ম্যাচটি। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে হাভিয়ের কাবরেরা বাহিনী।
মালদ্বীপের বিপক্ষে লাল কার্ড দেখায় মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মজিবুর রহমান জনি। এ ছাড়া ডিফেন্ডার শাকিল হোসেনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন হাসান মুরাদ। তবে এদিন শুরুর একাদশে জায়গা পাননি ‘মদ কাণ্ডে’ নিষিদ্ধ হওয়া শেখ মোরসালিন।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলকিপার), হাসান মুরাদ, মোহাম্মদ হৃদয়, বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, সোহেল রানা সিনিয়র, সাদ উদ্দিন, মজিবর রহমান জনি, জামার ভূঁইয়া (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।
মন্তব্য করুন