স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

মেজাজ হারিয়ে বিতর্কিত কাণ্ড মার্তিনেজের

এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত
এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

হারের স্বাদ কতটা তেতো, তা বেশ লম্বা সময় পরপর উপলব্ধি করে আর্জেন্টাইনরা। এই যেমন ৩৭ ম্যাচে অপরাজিত থাকার পর আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে। এরপর আবার অপরাজেয় যাত্রা। লম্বা সময় পর গত বছর উরুগুয়ের বিপক্ষে হার।

এবার কলম্বিয়ার কাছে হারল টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার পর। এ সময়ে দুটি কোপা এবং বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টাইনরা। স্বাভাবিকভাবে বলা যায় হারতে অভস্ত নন দলটির ফুটবলাররা। কোচ লিওনেল স্কালোনির অধীনে ৭৯ ম্যাচে হেরেছে মাত্র ৭ ম্যাচে।

হয় তো এ কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পর নিজেকে সামলে রাখতে পারেননি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে রেফারির শেষ বাঁশির পর মাঠ থেকে বের হওয়ার সময় ঘটান বিতর্কিত কাণ্ড। টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়ে নিজের ঝাল মেটান এ গোলকিপার।

কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলক হাত মেলানোর পর ড্রেসিংরুমে ফিরছিলেন মার্তিনেজ। এ সময় তার সামনে পড়ে টেলিভিশন ক্যামেরা। তখন লাইভ চলছিল ক্যামেরায়। সেটাকে থাপ্পড় মেরে বসেন তিনি। এতে ক্যামেরার লেন্স চলে যায় অন্যদিকে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্তের কারণে বেশ ক্ষিপ্ত ছিলেন এমি মার্তিনেজ। আর এ কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের বক্সে কলম্বিয়ার দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানান মেসি না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দি।

বক্সের মধ্যে পড়ে যান মুনোজ। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচের চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। এতে তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা।

নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন মার্তিনেজ। নিয়মিতভাবে ক্লিন শিট (গোলহজম না করা) রাখেন দলকে। তবে নিজেদের জালে দুই গোল, মেনে নিতে পারেননি তিনি। পেনাল্টি আটকানোর বিশেষজ্ঞ মার্তিনেজ, এবার রক্ষা করতে পারেননি দলকে। আর্জেন্টিনা ম্যাচ হারে ২-১ গোলে।

এর আগে গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানায় ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচের আগে গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উপর হামলা চালিয়ে ছিল ব্রাজিলের পুলিশ।

সেই ম্যাচেও বিতর্কিত কাণ্ড ঘটিয়ে ছিলেন মার্তিনেজ। বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীর গায়ে হাত তুলেছিলেন তিনি। এ ছাড়া বাইরে মাঠে নিয়মিত বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন বিশ্বকাপজয়ী এ গোলকিপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আজহারির উদ্বেগ

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

১০

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১১

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১২

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১৩

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৪

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৬

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৭

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৯

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

২০
X