স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

মেজাজ হারিয়ে বিতর্কিত কাণ্ড মার্তিনেজের

এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত
এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

হারের স্বাদ কতটা তেতো, তা বেশ লম্বা সময় পরপর উপলব্ধি করে আর্জেন্টাইনরা। এই যেমন ৩৭ ম্যাচে অপরাজিত থাকার পর আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে। এরপর আবার অপরাজেয় যাত্রা। লম্বা সময় পর গত বছর উরুগুয়ের বিপক্ষে হার।

এবার কলম্বিয়ার কাছে হারল টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার পর। এ সময়ে দুটি কোপা এবং বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টাইনরা। স্বাভাবিকভাবে বলা যায় হারতে অভস্ত নন দলটির ফুটবলাররা। কোচ লিওনেল স্কালোনির অধীনে ৭৯ ম্যাচে হেরেছে মাত্র ৭ ম্যাচে।

হয় তো এ কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পর নিজেকে সামলে রাখতে পারেননি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে রেফারির শেষ বাঁশির পর মাঠ থেকে বের হওয়ার সময় ঘটান বিতর্কিত কাণ্ড। টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়ে নিজের ঝাল মেটান এ গোলকিপার।

কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলক হাত মেলানোর পর ড্রেসিংরুমে ফিরছিলেন মার্তিনেজ। এ সময় তার সামনে পড়ে টেলিভিশন ক্যামেরা। তখন লাইভ চলছিল ক্যামেরায়। সেটাকে থাপ্পড় মেরে বসেন তিনি। এতে ক্যামেরার লেন্স চলে যায় অন্যদিকে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্তের কারণে বেশ ক্ষিপ্ত ছিলেন এমি মার্তিনেজ। আর এ কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের বক্সে কলম্বিয়ার দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানান মেসি না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দি।

বক্সের মধ্যে পড়ে যান মুনোজ। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচের চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। এতে তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা।

নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন মার্তিনেজ। নিয়মিতভাবে ক্লিন শিট (গোলহজম না করা) রাখেন দলকে। তবে নিজেদের জালে দুই গোল, মেনে নিতে পারেননি তিনি। পেনাল্টি আটকানোর বিশেষজ্ঞ মার্তিনেজ, এবার রক্ষা করতে পারেননি দলকে। আর্জেন্টিনা ম্যাচ হারে ২-১ গোলে।

এর আগে গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানায় ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচের আগে গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উপর হামলা চালিয়ে ছিল ব্রাজিলের পুলিশ।

সেই ম্যাচেও বিতর্কিত কাণ্ড ঘটিয়ে ছিলেন মার্তিনেজ। বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীর গায়ে হাত তুলেছিলেন তিনি। এ ছাড়া বাইরে মাঠে নিয়মিত বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন বিশ্বকাপজয়ী এ গোলকিপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়াকে নিয়ে দেওয়া সেই পোস্ট সরিয়ে নিলেন রাবি শিক্ষক, জানালেন কারণ

১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

ছোট্ট সাজিদের উদ্ধার তৎপরতায় ‘ধীরগতি’

শিশু সাজিদের অপেক্ষায় উৎসুক জনতার নির্ঘুম রাত 

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শোয়াইব গ্রেপ্তার

তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি

মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব : লায়ন ফারুক

মহিপুরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

৩৫ ফুট গর্তে একাধিকবার পাঠানো হলো ক্যামেরা, দেখা যায়নি শিশুটিকে

তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক

১০

জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

১১

যেভাবে গভীর গর্তে পড়েছিল শিশুটি, জানালেন মা

১২

২৬ টন পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

১৩

পুরোনো ফোন আমদানি নিয়ে সিদ্ধান্ত দিল সরকার

১৪

লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

১৫

নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

১৬

আবার পিছিয়ে গেল ব্রাকসু নির্বাচন

১৭

রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার

১৮

জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

১৯

এন‌ইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর, ফোন নিবন্ধন চলবে মার্চ পর্যন্ত

২০
X