স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

মেজাজ হারিয়ে বিতর্কিত কাণ্ড মার্তিনেজের

এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত
এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

হারের স্বাদ কতটা তেতো, তা বেশ লম্বা সময় পরপর উপলব্ধি করে আর্জেন্টাইনরা। এই যেমন ৩৭ ম্যাচে অপরাজিত থাকার পর আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে। এরপর আবার অপরাজেয় যাত্রা। লম্বা সময় পর গত বছর উরুগুয়ের বিপক্ষে হার।

এবার কলম্বিয়ার কাছে হারল টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার পর। এ সময়ে দুটি কোপা এবং বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টাইনরা। স্বাভাবিকভাবে বলা যায় হারতে অভস্ত নন দলটির ফুটবলাররা। কোচ লিওনেল স্কালোনির অধীনে ৭৯ ম্যাচে হেরেছে মাত্র ৭ ম্যাচে।

হয় তো এ কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পর নিজেকে সামলে রাখতে পারেননি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে রেফারির শেষ বাঁশির পর মাঠ থেকে বের হওয়ার সময় ঘটান বিতর্কিত কাণ্ড। টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়ে নিজের ঝাল মেটান এ গোলকিপার।

কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলক হাত মেলানোর পর ড্রেসিংরুমে ফিরছিলেন মার্তিনেজ। এ সময় তার সামনে পড়ে টেলিভিশন ক্যামেরা। তখন লাইভ চলছিল ক্যামেরায়। সেটাকে থাপ্পড় মেরে বসেন তিনি। এতে ক্যামেরার লেন্স চলে যায় অন্যদিকে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্তের কারণে বেশ ক্ষিপ্ত ছিলেন এমি মার্তিনেজ। আর এ কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের বক্সে কলম্বিয়ার দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানান মেসি না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দি।

বক্সের মধ্যে পড়ে যান মুনোজ। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচের চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। এতে তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা।

নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন মার্তিনেজ। নিয়মিতভাবে ক্লিন শিট (গোলহজম না করা) রাখেন দলকে। তবে নিজেদের জালে দুই গোল, মেনে নিতে পারেননি তিনি। পেনাল্টি আটকানোর বিশেষজ্ঞ মার্তিনেজ, এবার রক্ষা করতে পারেননি দলকে। আর্জেন্টিনা ম্যাচ হারে ২-১ গোলে।

এর আগে গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানায় ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচের আগে গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উপর হামলা চালিয়ে ছিল ব্রাজিলের পুলিশ।

সেই ম্যাচেও বিতর্কিত কাণ্ড ঘটিয়ে ছিলেন মার্তিনেজ। বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীর গায়ে হাত তুলেছিলেন তিনি। এ ছাড়া বাইরে মাঠে নিয়মিত বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন বিশ্বকাপজয়ী এ গোলকিপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমলাতান্ত্রিকতার কারণে শিক্ষকরা অনাহারে জীবন-যাপন করছেন : রিজভী

কখনও এক, কখনও তিন ম্যাচ: এমএলএস প্লে-অফের বিভ্রান্তিকর নিয়মের ব্যাখ্যা

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা

সড়কে লবণ ফেলে, কাফনের কাপড় পরে চাষিদের প্রতিবাদ

হত্যা মামলায় ২ ভাইয়ের ফাঁসি

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

বিডিআর বিদ্রোহ মামলায় মুক্তি পেলেন ৩৭ জন

রান্না শিক্ষার কোর্সে ভিড়, সুযোগ পেতে বসতে হলো পরীক্ষায়

মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক মেশিন উদ্বোধন

আবারও কি ব্যালন ডি’অরের দৌড়ে মেসি?

১০

নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

১১

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, মুহূর্তেই জানবেন যেভাবে 

১২

ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল বাবা-মেয়ের

১৩

মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর

১৪

আইনগত ও সাংবিধানিক প্রতিষ্ঠান সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে : প্রধান বিচারপতি

১৫

রাতে ঘুমানোর আগে পানি খাওয়া ভালো নাকি খারাপ? জেনে নিন

১৬

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ

১৭

যে কারণে বিয়ের অনুষ্ঠানে নাচেন না রণবীর কাপুর

১৮

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদ, সম্পাদক মুদ্দাচ্ছির

১৯

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানাল রাজউক

২০
X