ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আবারও হারের স্বাদ পেয়েছে চেলসি। আগের মৌসুমে হোম ও অ্যাওয়ে ম্যাচে ড্র করলেও এবার ব্লুজদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।
শনিবার (২৫ নভেম্বর) নিজেদের ঘরের মাঠ সেইন্ট জেমস পার্কে জায়ান্ট চেলসিকে ৪-১ ব্যাবধানে হারিয়েছে নিউক্যাসল।
নিউক্যাসলের মাঠে প্রথমার্ধে সমানতালে লড়েছে চেলসি। তবে দ্বিতীয়ার্ধে খেয় হারিয়ে ফেলে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। শেষ পর্যন্ত আর পেরে উঠেনি ব্লুজরা। ম্যাগপাইদের কাছে এক হালি গোল হজম করে চেলসি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় নিউক্যাসলকে লিড এনে দেন ইসাক। ১০ মিনিট পরে ফ্রি-কিক থেকে চেলসিকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও সমানে সমানে লড়াই করছিল ব্লুজরা। ডিফেন্সের ভুলে ৬০ ও ৬১ মিনিটের মধ্যে ৩-১ ব্যাবধানে পিছিয়ে পড়ে চেলসি। জামাল ও জোয়েলিন্তন টানা দুই গোল করেন। ৭৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় স্টামফোর্ড ব্রিজের দলটি। ৮৩ মিনিটে চেলসির কাফনে শেষ পেরেকটি ঠুকে দেন গর্ডন।
এই জয়ে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে নিউক্যাসল ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ১১তম স্থানে রয়েছে পচেত্তিনোর শিষ্যরা।
মন্তব্য করুন