স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২৪ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

চিকন সুতায় ঝুলে রইল ম্যানইউর ভাগ্য 

এগিয়ে থেকেও ড্র করে খাদের কিনারায় ম্যানইউ। ছবি: সংগৃহীত
এগিয়ে থেকেও ড্র করে খাদের কিনারায় ম্যানইউ। ছবি: সংগৃহীত

গতকাল রাতের ম্যাচের আগে ম্যানইউর কাছে সমীকরণ ছিল সহজ। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যেতে হাতে থাকা দুটি ম্যাচ জিততেই হবে। দুটি ম্যাচে জয় অনেকটাই এগিয়ে নিয়ে যেত তিনবারের শিরোপাজয়ীদের শেষ ষোলোর দিকে। তবে গোলকিপার আন্দ্রে ওনানার ভুলে সেই লক্ষ্য থেকে কার্যত ছিটকে দিয়েছে এরিক টেন হাগের দলকে। গালাতাসারাইয়ের মাঠে এগিয়ে থেকেও ৩-৩ গোলের ড্র কার্যত অসম্ভব এক সমীকরণের সামনেই দাঁড় করিয়ে দিয়েছে রাশফোর্ড-ব্রুনো ফার্নান্দেজদের।

বুধবার (২৯ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে গালাতাসারাইয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আলেহান্দ্রো গারনাচো ও ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। হাকিম জিয়েশ এক গোল শোধ করার পর স্কট ম্যাকটমিনে ফের ব্যবধান বাড়ান। ৩-১ ব্যবধানে এগিয়ে থাকার পরও গোলকিপার আন্দ্রে ওনানার ভুলে শেষ পর্যন্ত ৩-৩ গোলের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ ক্লাবটিকে।

গালাতাসারাইয়ের মাঠের এই ড্র ম্যান ইউর চ্যম্পিয়নস লিগের ভাগ্য সুতায় ঝুলিয়ে দিয়েছে। গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি থাকলেও দলটির নকআউটে ওঠার নিয়ন্ত্রণ আর নিজেদের হাতে রইল না।

৫ ম্যাচের পর ইউনাইটেডের পয়েন্ট এখন ৪ অবস্থান গ্রুপের শেষে। আগেই গ্রুপসেরা নিশ্চিত করে পরের পর্বে ওঠা বায়ার্ন মিউনিখের সঙ্গে পরের ম্যাচ যে ম্যাচে তারা যে জিতবে এমন কোনো নিশ্চয়তা নেই।

দুইবার এগিয়ে যাওয়ার পরও ইউনাইটেড জয় নিয়ে মাঠ ছাড়তে না পারার পেছনে গোলকিপার ওনানার ভুলের দায়ের সঙ্গে আছে ম্যানইউর খেলোয়াড়দের গোল মিসের মহড়া। গালাতাসারিয়ের মাঠে শুরুতেই ইউনাইটেড এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ১১তম মিনিটে প্রথম গোলটি আসে গারনাচোর মাধ্যমে। দারুণ এক আক্রমনে এই গোলে সহায়তা করা ব্রুনো ফার্নান্দেজ নিজে দারুণ এক গোল দেন ১৮তম মিনিটে।

২০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যাওয়া ইউনাইটেডকে অবশ্য খুব বেশি সময় স্বস্তিতে থাকতে দেয়নি গালাতাসারাই। ২৮ মিনিটে প্রায় পঁচিশ গজ দূর থেকে দারুণ বুদ্ধিমত্তার এক ফ্রি কিকে ইউনাইটেডের জালে বল জড়ান হাকিম জিয়েশ। ওনানা আরেকটু তৎপর থাকলে যা হয়তো রুখেও দিতে পারতেন।

তবে গত প্রিমিয়ার লিগে ছন্দে থাকা এই ক্যামেরুনিয়ান গোলকিপার আসল ভুলটা করে বসেন দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে। তার আগে ৫৫তম মিনিটে আরেকটি দারুণ কাউন্টার অ্যাটাকে ম্যানইউ স্কোরলাইন ৩-১ বানায়।

ঘণ্টার কাঁটা পার হওয়ার কিছুক্ষণ পর অনেকটা প্রথমার্ধের মতো জায়গাতেই ফ্রি কিক পায় গালাতাসারাই। এবারও জিয়েশ নেন প্রায় একই শট। বল নাগালেই ছিল ওনানার। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে উল্টো নিজের জালেই পাঠিয়ে দেন তিনি।

ব্যবধান কমিয়ে আনার পর উজ্জীবিত গালাতাসারাই আক্রমণে ধার বাড়ায়। আর সেই ধারাতেই ৩-৩ গোলে সমতা আসে। ডান দিক থেকে জিয়েশের বাড়ানো বল দারুণ দক্ষতায় দ্রুত নাগালে নিয়েই ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান আকতারকোগলু। এই গোলেও ওনানা অতি সহজেই নিজের কাছের পোস্টে আবার পরাস্ত হয়েছেন। এবারের পুরো চ্যাম্পিয়নস লিগ জুড়েই এরকমই ছিল গত মৌসুম সেরা এই গোলকিপারের পারফরম্যানস।

শেষ দিকে ইউনাইটেড অবশ্য বেশ কয়েকটি ভালো আক্রমণ করে। তবে আক্রমণগুলোকে গোলে পরিণত করতে পারেনি ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড়রা। এর মধ্যে ৮৪তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু বল পোস্টে লেগে প্রতিহত হওয়ায় হতাশ হতে হয় তার দলকে।

এখন শেষ ম্যাচে ইউনাইটেডের জয় পাওয়ার সঙ্গে সঙ্গে কামনা করতে হবে যেন বাকি দুই দল ড্র করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

যে কারণে কনসার্ট থেকে বাদ ন্যান্সি

নারায়ণগঞ্জ / আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আড়াই কোটি টাকা অনুদান প্রদান

নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় : রহমাতুল্লাহ

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

ইরান দূতাবাসের শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

১০

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

১১

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

১২

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১৩

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

১৪

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

১৫

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

১৬

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

১৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১৮

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১৯

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

২০
X