ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয়ের ধারায় ফিরেছে চেলসি। ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেডের কাছে পয়েন্ট হারানো ব্লুজরা ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ৩-২ গোলে রবার্তো ডি জার্বির ব্রাইটনকে হারিয়েছে চেলসি। জোড়া গোল করেছে আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ।
স্টামফোর্ড ব্রিজে ম্যাচজুড়ে খেলেছে ব্রাইটন আর জয় পেয়েছে চেলসি। ম্যাচের ৬৮ শতাংশ বলের দখল ও সর্বোচ্চ ৯টি শট গোলপোস্টে রাখে সফরকারীরা। তবে ২১ মিনিটের ব্যবধানে ২-০ গোলের লিড নেয় ব্লুজরা। ১৭ মিনিটে প্রথমবার চেলসিকে গোলের আনন্দে ভাসান আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ। ৪ মিনিট পর স্কোরসিটে নাম তোলেন ইংলিশ লেফটব্যাক লেভি কলউইল। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্রাইটনের হয়ে একটি গোল পরিশোধ করেন বুয়োনানন্ত।
বিরতি থেকে ফিরে এসে সমতায় ফেরাতে মরিয়া লড়াই চালায় ব্রাইটন। তবে গোল পরিশোধ করতে পারেনি। এমনকি ৬৫ মিনিটে চেলসিকে পেনাল্টি উপহার দেয় জেমস মিলনার। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সেই এঞ্জো ফার্নান্দেজ। তবে শেষ মুহূর্তে আরও একবার ব্যবধান কমায় ডি জার্বির শিস্যরা। শেষদিকে ব্যবধান সমান করার জন্য ব্রাইটন প্রাণপন চেষ্টা করলেও চেলসি তাদের আর ফিরে আসার সুযোগ করে দেয়নি।
এই জয়ে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে চেলসি। আর সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে ব্রাইটন।
মন্তব্য করুন