সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসরের জার্সিতে ২০২৩-২৪ মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। তবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত এএফসি চ্যাম্পিয়নস লিগে ছন্দে থাকা সিআরসেভেনবিহীন আল-নাসর জয়ের দেখা পায়নি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। এদিন দলের সঙ্গে ছিলেন না পর্তুগিজ সুপারস্টার।
রোনালদোবিহীন আল নাসর পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখে। ৬৯ শতাংশ বল নিজেদের দখলে রাখে সৌদির ক্লাবটি। তবে রোনালদোর মতো নিখুঁত ফিনিশারের অভাবে গোল মিস করতে থাকেন আল নাসর স্ট্রাইকররা। প্রো লিগের ক্লাবটির মিসের মহড়ায় এগিয়ে যায় ইস্তিকলল। ৩২ মিনিটে অধিনায়ক আলিশের ঝালিলোভ বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন।
বিরতি থেকে ফিরে এসে দ্রুতই সমতায় ফেরে আল-নাসর। ৫০ মিনিটে সমতায় ফিরে আসে সৌদির দলটি। ডান পায়ের দুর্দান্ত শটে গোলটি করেন সৌদির ফরোয়ার্ড আল ঘারিব। ১-১ সমতা হওয়ার পর গোল করতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে ম্যাচের ৫৭ ও ৭৮ মিনিটে আবারও গোল করেন ঘারিব। শেষ পর্যন্ত ইস্তিকলল ও আল নাসর ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
এই ড্র নিয়েও ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোনালদোর দল। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা পারসেপোলিস, আল দুহাইল, ইস্তিকললের পয়েন্ট যথাক্রমে ৮, ৭ ও ৩।
মন্তব্য করুন