স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সালাহ-মানের রাজত্বে নতুন রাজা ওসিমেন

আফ্রিকা সেরার পুরস্কার হাতে ভিক্টর ওসিমেন। ছবি : সংগৃহীত
আফ্রিকা সেরার পুরস্কার হাতে ভিক্টর ওসিমেন। ছবি : সংগৃহীত

গত কয়েক বছর ধরেই আফ্রিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার সিএএফ অ্যাওয়ার্ডকে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ এবং বর্তমানে সৌদি আরবের আল নাসরে খেলা সেনেগালের তারকা সাদিও মানে। ২০১৭ সাল থেকেই পুরস্কার এই দুজনের একজন জিতে আসছেন তবে এর আগের মৌসুমটা ভালো যায়নি মানে ও সালাহর। আর তাদের বাজে মৌসুমের কারণে এবার সিএএফ অ্যাওয়ার্ড উঠল আরেক আফ্রিকানের হাতে। ইতালির ক্লাব নাপোলিকে ৩৩ বছর পর শিরোপা এনে দেওয়ায় নাপোলির স্ট্রাইকার ভিক্টর ওসিমেনের হাতে উঠল এবার আফ্রিকা সেরার পুরস্কার।

২০২৩ সালে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। সোমবার (১১ ডিসেম্বর) মরক্কোতে আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে আফ্রিকার সেরা ফুটবলার হিসেবে ওসিমেনের নাম ঘোষণা করা হয়। ২০২২-২৩ মৌসুমে নাপোলিকে লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই স্ট্রাইকার পুরস্কার পাওয়ার পথে হারিয়েছেন পিএসজি ও মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি এবং লিভারপুল ও মিসরের উইঙ্গার মোহাম্মদ সালাহকে।

আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার পেয়ে ওসিমেন নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটা আসলে স্বপ্ন সত্যি হওয়ার মতো। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আফ্রিকাকে ধন্যবাদ জানাই, আমার ভুলত্রুটি থাকার পরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার জন্য, উৎসাহ দেওয়া ও পাশে থাকার জন্য।’

১৯৯০ সালে ম্যারাডোনা নাপোলিকে লিগ জেতানোর ৩৩ বছর পর নাপোলিকে শিরোপা জেতানোর পথে সবচেয়ে বড় অবদানই রেখেছিলেন ওসিমেন। দলকে শিরোপা জেতানোর পথে করেছিলেন ২৬ গোল, করিয়েছেন আরও ৫টি। চলতি মৌসুমে অবশ্য তিনি ওই রকম ছন্দে নেই মাত্র ৬ গোল করেছেন ১১ ম্যাচে।

চোটের কারণে ২০২২ সালে আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে পারেননি ওসিমেন। যে টুর্নামেন্টে তিউনিসিয়ার বিপক্ষে শেষ ষোলোতে হেরেছিল নাইজেরিয়া। এবার অবশ্য ওসিমেন এই টুর্নামেন্টের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করেছেন। বাছাইপর্বে সর্বোচ্চ ১০ গোল করে শীর্ষ গোলদাতা ওসিমেন। এই টুর্নামেন্টের আগামী আসর ১৩ জানুয়ারি, আইভরি কোস্টে।

গত বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল মরক্কো। এই আফ্রিকান দেশটিকে সেমিফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন গোলকিপার ইয়াসিন বুনু। আফ্রিকার সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন বুনু। মরক্কো ফুটবল দলকে সেরা দল ও মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই হয়েছেন সেরা কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ শতাংশ মানুষ মনে করে ভোট সুষ্ঠু হবে : জরিপ

হাসপাতালে পার্কিংয়ের গাড়ি থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

যে নায়িকার কারণে ১৮ বছর ধরে কথা বলেন না রাম ও আল্লু

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ : ডা. রফিক

ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষ, নিহত ১

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন মেহেরপুরের সেই সিনিয়র সহকারী জজ

টক পালংশাকের উপকারিতা জানলে খাবেন প্রতিদিন

ভারতে পতিতাবৃত্তি চক্রের হাতে পাচার বাংলাদেশি শিশু

১০

আইনজীবীদের হট্টগোল / ‘বিচার বিভাগকে ধ্বংস করে তারা এখন মায়া কান্না দেখাতে এসেছেন’

১১

এক মসজিদে ৩৩ বছর, ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায়

১২

ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল

১৩

ফ্রিজে রাখা ময়দা কি আসলেই বিষ? জানুন পুষ্টিবিদের বক্তব্য

১৪

কেবিনে অতিরিক্ত তাপমাত্রা, ২০ মিনিট উড়েই ঢাকায় ফিরল ফ্লাইট

১৫

কাকে ভোট দেবেন, সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশের বেশি মানুষ : জরিপ

১৬

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৭

সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবিতে আলটিমেটাম

১৮

চলন্ত বাইকে নিয়ে যাচ্ছিলেন নারীর মরদেহ, অতঃপর...

১৯

৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি

২০
X