স্প্যানিশ লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে রিয়াল বেটিসের মাঠে ড্র করার পর নিজেদের মাঠে জয়ে ফিরেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। ভিয়ারিয়ালকে গোল বন্যায় ভাসিয়েছে স্পেনের সফলতম দলটি।
রবিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৪-১ ব্যবধানে গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে স্কোরশিটে নাম তোলেন জুড বেলিংহ্যাম, রদ্রিগো গোয়েস, ব্রাহিম দিয়াস ও লুকা মদ্রিচ। ভিয়ারিয়ালের হয়ে একটি গোল পরিশোধ করেন জোসে লুইস মোরালেস।
ম্যাচের প্রথমার্ধে দুই গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটের গোলের সূচনা করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। দারুণ ছন্দে থাকা ইংলিশ তারকা ১৫ ম্যাচে পেলেন ১৩ গোল। ১২ মিনিট পর আবারও গোল আদায় করে নেয় স্বাগতিকরা। এবার ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় লস ব্ল্যাঙ্কোসরা।
বিরতির কিছুক্ষণ পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় ভিয়ারিয়াল। ৫৪ মিনিটে ২-১ ব্যবধান করেন স্প্যানিশ ফরোয়ার্ড হোসে লুইস মোরালেস। তবে ৬৪ মিনিটের গোল করে রিয়ালকে ৩-১ ব্যবধানে লিড এনে দেন ব্রাহিম দিয়াজ। ৪ মিনিটের মধ্যে ভিয়ারিয়ালের কাফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচ।
এই জয়ে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল। এক পয়েন্ট কমে জিরোনা নেমে গেছে দুইয়ে।
মন্তব্য করুন