নিজের ২৫তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি লিগ ওয়ানে মেৎজের বিপক্ষে জোড়া গোলে পিএসজির জয় নিশ্চিত করেন। তবে এবারের জন্মদিনটা আরও একটা কারণে বিশেষ হয়ে রইল ফরাসি তারকার। পিএসজির জার্সিতে মূল দলে অভিষেক হয়েছে তার ছোট ভাই ইথান এমবাপ্পের।
বুধবার (২০ ডিসেম্বর) ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সিসে মেৎজকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। নিজের জন্মদিনে জোড়া গোল করেন এমবাপ্পে। অন্য গোলটি করেন পর্তুগিজ ফুটবলার ভিতিনহা।
নিজেদের ঘরের মাঠে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ করে পিএসজি। ৮০ শতাংশ বলের দখল রাখলেও কাঙ্ক্ষিত গোল পায়নি এমবাপ্পে-কোলো মাউনিরা। তবে দ্বিতীয়ার্ধে আর স্বাগতিকদের ঠেকিয়ে রাখতে পারেনি মেৎজ। ৪৯ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন মিডফিল্ডার ভিতিনহা। ১১ মিনিট পর আবারও এগিয়ে যায় প্যারিসিয়নরা। এবার গোল করেন দলের প্রাণ ভোমরা এমবাপ্পে। ৭২ মিনিটের মাথায় এক গোল পরিশোধ করেন ম্যাথিউ উদল। তবে ৮৩ মিনিটে নিজের জোড়া গোলটি করেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলি হিসেবে নামেন ইথান এমবাপ্পে। মাত্র ১৬ বছর বয়সে পিএসজির মূল দলের হয়ে অভিষেক ঘটে ইথানের। কিলিয়ান এমবাপ্পের মতো এস বন্ডির যুব দলে ফুটবল শুরু করেন তিনি। এরপর নাম লেখান পিএসজিতে।
এই জয়ে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি। ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিস। আর ৩৩ পয়েন্টে তিনে আছে মোনাকো।
মন্তব্য করুন