স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট হামের মাঠে ম্যানইউর আরও একটি হার

হতাশার ভরা বড়দিন কাটবে ম্যানইউর খেলোয়াড়দের। ছবি : সংগৃহীত
হতাশার ভরা বড়দিন কাটবে ম্যানইউর খেলোয়াড়দের। ছবি : সংগৃহীত

আর মাত্র একদিন পরেই খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। এই উৎসবে খ্রিষ্টীয় ধর্মীয় অনুসারীদের বিশ্বাস স্যান্তাক্লজের কাছে এই দিন যা চাওয়া যায় তাই পাওয়া যাবে। এখন যদি আপনি কোনো ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের বলেন তাদের সবচেয়ে বড় চাওয়া কি? বেশিরভাগ এর উত্তর হবে ২০২৩/২৪ ফুটবল মৌসুমটি ভুলে যাওয়া। কারণ এই মৌসুমে এককালের প্রভাবশালী ফুটবল ক্লাবটির যে দৈন্যদশা। ২০১৩ সালের পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজতে থাকা দলটি এই মৌসুমে যেন আরও হারিয়ে গিয়েছে, এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ৭টিতে হেরে বসে আছে তারা। যার সর্বশেষটি আজ ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে।

এই মাঠে অবশ্য ম্যানইউর ভাগ্য বরাবরই খারাপ। মৌসুম বদলালেও এই মাঠে ভাগ্য বদল হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ চার ম্যাচের মতো এই ম্যাচেও ওয়েস্ট হ্যাম জিততে দিল না ব্রুনো-রাশফোর্ডদের। আজ স্বাগতিক ওয়েস্ট হাম ২-০ গোলে হারিয়েছে ম্যানইউকে।

শনিবার (২৩ ডিসেম্বর) লন্ডন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে প্রথমার্ধে গোল দেওয়ার চেষ্টা করেছে দুই দলই। এ সময়ে দুই দল মিলিয়ে বক্সের ভেতর থেকে নেওয়া একমাত্র লক্ষ্যে শটটিও ছিল ইউনাইটেডেরই। যদিও আলেহান্দ্রো গারনাচোর শটটি ওয়েস্ট হাম গোলকিপার আরেওলা আটকে দেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায় ইউনাইটেডের কাছ থেকে।

ছয় মিনিটের মধ্যে দুই গোল করে ম্যানইউকে ম্যাচ থেকে ছিটকে দেয় ওয়েস্টহাম। ৭২ মিনিটে ম্যানইউ গোলকিপারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন বোয়েন। লুকাস পাকেতার উঁচু করে বাড়ানো থ্রু বল বক্সে প্রথম ছোঁয়ায় বোয়েন নিয়ন্ত্রণে নিলেও দ্বিতীয়টা একটু জোরে হয়ে যায়। তবে, বল সোজাসুজি থাকলেও ধরতে পারেননি ওনানা। তার হাত থেকে ছুটে যাওয়া বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।

৭৮ মিনিটে এরিক টেন হাগের পুরোনো শিষ্য মোহামেদ কুদুস গোল করলে হাতাশা আরও বাড়ে তার।

এই নিয়ে লিগের সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতেই হারল ইউনাইটেড। বাকি দুই ম্যাচের একটিতে ড্র, একটি হার। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে ৪টি হার। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল ইউনাইটেড। যে জয় হীনতায় ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার আট নম্বরে। ওয়েস্ট হাম উঠে গেছে ছয়ে। লিগ পয়েন্ট তালিকার শীর্ষ তিনটি স্থানে যথাক্রমে আর্সেনাল, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন চলছে

মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রির ঘরে

১৫ মাসে কোরআনের হাফেজ শিশু সোলাইমান

ইতিহাসের মহাকাব্যে খালেদা জিয়ার নাম স্মরণীয় হয়ে থাকবে : লায়ন ফারুক

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ

প্রতিহিংসার রাজনীতি নয় খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটবো : রবিন

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট : মাদুরো

খালেদা জিয়া দূরদর্শী নেত্রী : পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতকে আবারো হুমকি ট্রাম্পের

১০

জামায়াত এখন পরিশুদ্ধ : কর্নেল অলি

১১

জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান

১২

জামায়াত-ইসলামী আন্দোলন-এনসিপি জোটের আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

১৩

ডোপিং নজরদারির তালিকায় বুমরাহ-গিলসহ ভারতের ৩৪৭ জন

১৪

সাত নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর

১৫

আশুরা ও সরস্বতী পূজাসহ ধর্মীয় ছুটি বাতিল হয়নি : প্রেস উইং

১৬

সুপ্রিম কোর্ট প্রশাসনের কঠোর সতর্কতার বিষয়ে ডিআরইউ’র উদ্বেগ

১৭

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন : সেলিমুজ্জামান

১৮

নাশকতায় অর্থের জোগানদাতা যুবলীগ নেতা ‘ইন্টারনেট মিলন’ গ্রেপ্তার

১৯

স্বর্ণের দাম আরেক দফা বাড়ল

২০
X