শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট হামের মাঠে ম্যানইউর আরও একটি হার

হতাশার ভরা বড়দিন কাটবে ম্যানইউর খেলোয়াড়দের। ছবি : সংগৃহীত
হতাশার ভরা বড়দিন কাটবে ম্যানইউর খেলোয়াড়দের। ছবি : সংগৃহীত

আর মাত্র একদিন পরেই খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। এই উৎসবে খ্রিষ্টীয় ধর্মীয় অনুসারীদের বিশ্বাস স্যান্তাক্লজের কাছে এই দিন যা চাওয়া যায় তাই পাওয়া যাবে। এখন যদি আপনি কোনো ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের বলেন তাদের সবচেয়ে বড় চাওয়া কি? বেশিরভাগ এর উত্তর হবে ২০২৩/২৪ ফুটবল মৌসুমটি ভুলে যাওয়া। কারণ এই মৌসুমে এককালের প্রভাবশালী ফুটবল ক্লাবটির যে দৈন্যদশা। ২০১৩ সালের পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজতে থাকা দলটি এই মৌসুমে যেন আরও হারিয়ে গিয়েছে, এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ৭টিতে হেরে বসে আছে তারা। যার সর্বশেষটি আজ ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে।

এই মাঠে অবশ্য ম্যানইউর ভাগ্য বরাবরই খারাপ। মৌসুম বদলালেও এই মাঠে ভাগ্য বদল হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ চার ম্যাচের মতো এই ম্যাচেও ওয়েস্ট হ্যাম জিততে দিল না ব্রুনো-রাশফোর্ডদের। আজ স্বাগতিক ওয়েস্ট হাম ২-০ গোলে হারিয়েছে ম্যানইউকে।

শনিবার (২৩ ডিসেম্বর) লন্ডন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে প্রথমার্ধে গোল দেওয়ার চেষ্টা করেছে দুই দলই। এ সময়ে দুই দল মিলিয়ে বক্সের ভেতর থেকে নেওয়া একমাত্র লক্ষ্যে শটটিও ছিল ইউনাইটেডেরই। যদিও আলেহান্দ্রো গারনাচোর শটটি ওয়েস্ট হাম গোলকিপার আরেওলা আটকে দেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায় ইউনাইটেডের কাছ থেকে।

ছয় মিনিটের মধ্যে দুই গোল করে ম্যানইউকে ম্যাচ থেকে ছিটকে দেয় ওয়েস্টহাম। ৭২ মিনিটে ম্যানইউ গোলকিপারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন বোয়েন। লুকাস পাকেতার উঁচু করে বাড়ানো থ্রু বল বক্সে প্রথম ছোঁয়ায় বোয়েন নিয়ন্ত্রণে নিলেও দ্বিতীয়টা একটু জোরে হয়ে যায়। তবে, বল সোজাসুজি থাকলেও ধরতে পারেননি ওনানা। তার হাত থেকে ছুটে যাওয়া বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।

৭৮ মিনিটে এরিক টেন হাগের পুরোনো শিষ্য মোহামেদ কুদুস গোল করলে হাতাশা আরও বাড়ে তার।

এই নিয়ে লিগের সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতেই হারল ইউনাইটেড। বাকি দুই ম্যাচের একটিতে ড্র, একটি হার। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে ৪টি হার। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল ইউনাইটেড। যে জয় হীনতায় ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার আট নম্বরে। ওয়েস্ট হাম উঠে গেছে ছয়ে। লিগ পয়েন্ট তালিকার শীর্ষ তিনটি স্থানে যথাক্রমে আর্সেনাল, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১০

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১১

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১২

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৩

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৪

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৫

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৬

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১৭

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১৮

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১৯

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

২০
X