স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট হামের মাঠে ম্যানইউর আরও একটি হার

হতাশার ভরা বড়দিন কাটবে ম্যানইউর খেলোয়াড়দের। ছবি : সংগৃহীত
হতাশার ভরা বড়দিন কাটবে ম্যানইউর খেলোয়াড়দের। ছবি : সংগৃহীত

আর মাত্র একদিন পরেই খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। এই উৎসবে খ্রিষ্টীয় ধর্মীয় অনুসারীদের বিশ্বাস স্যান্তাক্লজের কাছে এই দিন যা চাওয়া যায় তাই পাওয়া যাবে। এখন যদি আপনি কোনো ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের বলেন তাদের সবচেয়ে বড় চাওয়া কি? বেশিরভাগ এর উত্তর হবে ২০২৩/২৪ ফুটবল মৌসুমটি ভুলে যাওয়া। কারণ এই মৌসুমে এককালের প্রভাবশালী ফুটবল ক্লাবটির যে দৈন্যদশা। ২০১৩ সালের পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজতে থাকা দলটি এই মৌসুমে যেন আরও হারিয়ে গিয়েছে, এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ৭টিতে হেরে বসে আছে তারা। যার সর্বশেষটি আজ ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে।

এই মাঠে অবশ্য ম্যানইউর ভাগ্য বরাবরই খারাপ। মৌসুম বদলালেও এই মাঠে ভাগ্য বদল হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ চার ম্যাচের মতো এই ম্যাচেও ওয়েস্ট হ্যাম জিততে দিল না ব্রুনো-রাশফোর্ডদের। আজ স্বাগতিক ওয়েস্ট হাম ২-০ গোলে হারিয়েছে ম্যানইউকে।

শনিবার (২৩ ডিসেম্বর) লন্ডন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে প্রথমার্ধে গোল দেওয়ার চেষ্টা করেছে দুই দলই। এ সময়ে দুই দল মিলিয়ে বক্সের ভেতর থেকে নেওয়া একমাত্র লক্ষ্যে শটটিও ছিল ইউনাইটেডেরই। যদিও আলেহান্দ্রো গারনাচোর শটটি ওয়েস্ট হাম গোলকিপার আরেওলা আটকে দেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায় ইউনাইটেডের কাছ থেকে।

ছয় মিনিটের মধ্যে দুই গোল করে ম্যানইউকে ম্যাচ থেকে ছিটকে দেয় ওয়েস্টহাম। ৭২ মিনিটে ম্যানইউ গোলকিপারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন বোয়েন। লুকাস পাকেতার উঁচু করে বাড়ানো থ্রু বল বক্সে প্রথম ছোঁয়ায় বোয়েন নিয়ন্ত্রণে নিলেও দ্বিতীয়টা একটু জোরে হয়ে যায়। তবে, বল সোজাসুজি থাকলেও ধরতে পারেননি ওনানা। তার হাত থেকে ছুটে যাওয়া বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।

৭৮ মিনিটে এরিক টেন হাগের পুরোনো শিষ্য মোহামেদ কুদুস গোল করলে হাতাশা আরও বাড়ে তার।

এই নিয়ে লিগের সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতেই হারল ইউনাইটেড। বাকি দুই ম্যাচের একটিতে ড্র, একটি হার। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে ৪টি হার। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল ইউনাইটেড। যে জয় হীনতায় ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার আট নম্বরে। ওয়েস্ট হাম উঠে গেছে ছয়ে। লিগ পয়েন্ট তালিকার শীর্ষ তিনটি স্থানে যথাক্রমে আর্সেনাল, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপড়ে গেছে কুয়াকাটা সৈকতের শত শত গাছ

প্রকাশ্যে সার্টিফিকেট বিক্রির বিজ্ঞাপন

এক রোড এক্সিডেন্ট ঘিরে যেন সিনেমার চিত্রনাট্য

নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ইসরায়েলকে অস্ত্র দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে ডর্টমুন্ডের চুক্তি

ছাত্র পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে ২ বছর, মারামারিতে ধরা

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২২ কেজির পাঙাশ

চীনের গুয়ান্তং প্রদেশে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

নেপালের পথে ডিবিপ্রধান

দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

১০

যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ

১১

সিয়ামকে নেপালে আটক করা হয়েছে : ডিবিপ্রধান

১২

কারও পৌষ মাস, কারও সর্বনাশ

১৩

ঢাকার বাতাসে সুখবর

১৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

১৫

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

১৬

মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত

১৭

জেল হলেও কি প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন ট্রাম্প?

১৮

কী আছে আজ আপনার ভাগ্যে?

১৯

ছাত্রলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা

২০
X