২০২২ কাতার বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই ফুটবলকে ঢেলে সাজাচ্ছে ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি ট্রফি জেতা দল ব্রাজিল। কাতার বিশ্বকাপে দলের দায়িত্বে থাকা কোচ তিতেকে বরখাস্ত করার পর ব্রাজিলকে এগিয়ে নেওয়ায় ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রথম পছন্দ ছিল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এমন খবরও শোনা যাচ্ছিল যে ২০২৪ কোপা আমেরিকার পরই দলের দায়িত্ব নিবেন আনচেলত্তি। ব্রাজিল ভক্তরাও আসা দেখতে থাকে সবকিছু জেতা এই ইতালিয়ানকে সেলেসাওদের দ্বায়িত্বে দেখার। তবে শেষ পর্যন্ত তা হল না ব্রাজিলকে মানা করে দিয়ে রিয়ালের সাথে চুক্তি নবায়ন করলেন ইতালিয়ান এই কোচ ।
এই বছরের জুলাই মাসে বার্তা সংস্থা এএফপি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করে যে ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। এমনকি নেইমারসহ ব্রাজিল দলের একাধিক তারকাও আনচেলত্তির আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তবে আজ ব্রাজিল ভক্তদের মাথায় বাজ পড়ার মতো এক খবরই দিল রিয়াল মাদ্রিদ।
Official Announcement: Carlo Ancelotti signs contract renewal#Ancelotti2026 | #RealMadrid
— Real Madrid C.F. (@realmadriden) December 29, 2023শুক্রবার (২৯ ডিসেম্বর) আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল। লস ব্লাঙ্কোদের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল আনচেলত্তির। সে চুক্তি আরও ২ বছর বাড়িয়ে নিয়েছে দুই পক্ষ। ফলে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন এ ইতালিয়ান কোচ।
রিয়ালের হয়ে দুই মেয়াদে মোট পাঁচ মৌসুম কোচের দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। সব মিলিয়ে জিতেছেন ১০ শিরোপা।
আনচেলত্তির রিয়ালে চুক্তি নবায়নের সিদ্ধান্ত ব্রাজিলের পরিস্থিতিকে বেশ জটিল করে তুলল। অথচ কদিন আগ পর্যন্ত একরকম নিশ্চিত ছিল যে রিয়ালে ২০২৪ সালের জুনে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন। এমনকি সে সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফার্নান্দো দিনিজকে নিয়োগও দেয় ব্রাজিল।
এর মাঝে বেশ অধঃপতনের মধ্যে দিয়েও যেতে হয়েছে সেলেসাওদের। বিশ্বকাপের পর প্রীতি ম্যাচে মরক্কো ও সেনেগালের বিপক্ষে হেরেছে তারা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচেও হারের মুখ দেখেছে দলটি। ইতিহাসে প্রথমবার টানা চার ম্যাচ জয়ের মুখ দেখেনি সেলেসাওরা। এমনকি র্যাঙ্কিংয়ে ৫ নম্বরেও নেমে গেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে এত বাজে সময়ের মধ্যেও তারা আশা দেখছিল, আনচেলত্তি এসে তাদের সব সমস্যা ঘুচিয়ে নেবেন। কিন্তু রিয়ালের সঙ্গে আনচেলত্তি চুক্তি নবায়ন করায় ২০২৪ কোপা আমেরিকা কিংবা ২০২৬ বিশ্বকাপে আনচেলত্তিকে নিজেদের ডেরায় পাওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল ব্রাজিলের।
মন্তব্য করুন