স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১২:০৬ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর বিপক্ষে লড়তে মুখিয়ে মেসি

লিওনেল মেসি (বাঁয়ে) ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি (বাঁয়ে) ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

দেড় যুগের পেশাদার ফুটবল ক্যারিয়ারে অন্যরকম এক ছুটি কাটালেন লিওনেল মেসি। ব্যস্ততা নেই ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার। টানা দেড় মাস মাঠের ফুটবল থেকে বাইরে রয়েছেন অষ্টম ব্যালন ডি’অর জয়ী। লম্বা বিরতিতে ফুরফুরে মেজাজে মেসি, এখন মাঠের লড়াই ফেরার অপেক্ষায়। সেই অপেক্ষা ফুরাচ্ছে দিন দশের পর।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে সৌদি সফরে যাবে মেসির ইন্টার মায়ামি। সেখানে তাদের দেখা হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর আর নেইমারের আল হিলালের সঙ্গে। সৌদি আরবের দুই নামী দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি। বলেছেন, ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ-এ মাঠে নামতে তর সইছে না তার।

সৌদি প্রো লিগে চলেছে মধ্য বিরতি। ফেব্রুয়ারিতে শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন মৌসুম। নতুন মৌসুমের আগে ২০ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ দিতে শুরু হবে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম পর্ব। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বরের পর, সেদিনই প্রথম মাঠে নামবেন মেসি। এফসি ডালাসের বিপক্ষে প্রীতি ম্যাচের পর সৌদি আরব যাবে মায়ামি।

সেখানে তিন দল নিয়ে রিয়াদ সিজন কাপ নামে হবে একটি টুর্নামেন্ট। ২৯ জুন রোনালদোর আল নাসরের বিপক্ষে মাঠে নামার পর ১ ফেব্রুয়ারি মায়ামি খেলবে নেইমারের আল হিলালের বিপক্ষে। এর মধ্যে মেসি-রোনালদো, মেসি-নেইমারের লড়াই দেখতে দর্শকদের উদ্দীপনার কমতি নেই।

তবে মায়ামি-নাসরের ম্যাচ খেলতে বেশ আগ্রহ দর্শকদের। নেইমারের ইনজুরির কারণে তুলনামূলক আলোচনায় কম মায়ামি-আল হিলার ম্যাচ। দর্শকদের উদ্দীপনা আরও বাড়িয়ে দিয়েছেন মেসি। রিয়াদ সিজন কাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

সেখানে তিন দলের এই প্রতিযোগিতাকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি লিখেছেন, ‘ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে তর সইছে না, যেখানে এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হতে হবে।’

গত বছরের জানুয়ারিতেও পিএসজির হয়ে সৌদি আরবে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। রিয়াদে সৌদি ক্লাবগুলোর ফুটবলারদের নিয়ে গড়া অল স্টারসকে নেতৃত্ব দেয় রোনালদো। সে ম্যাচে ৫-৪ গোলে জয় পায় মেসির দল। সেদিনই সর্বশেষ মুখোমুখি হন মেসি-রোনালদো।

এ পর্যন্ত মেসি-রোনালদো ১৩টি ব্যালন ডি’অর ভাগাভাগি করে নেন। দুজন এ পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছেন ৩৫ ম্যাচ। মেসির ১৬ জয়ের বিপরীতে রোনালদো জিতেছে ১০টি। মেসি গোল করেছেন ২১টি, সহায়তা আছে আরও ১২ গোলে। আর রোনালদো গোলের পাশাপাশি ২০টি, সহায়তা করেন ১টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আজহারির উদ্বেগ

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

১০

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১১

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১২

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১৩

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৪

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৬

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৭

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৯

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

২০
X