ফুটবল ক্যারিয়ারের সেরা সময় পার করছেন লিওনেল মেসি। আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে টানা দ্বিতীয় এবং রেকর্ড তৃতীয়বার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন মেসি। নিজের এমন অপ্রত্যাশিত জয়ে ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের উরুগুয়ান অধিনায়ক ফেডে ভালভার্দে ও ক্রোয়েশিয়ান দলনেতা লুকা মদ্রিচের। এতে স্প্যানিশ ক্লাবটির সমর্থকদের কাছে ব্যাপক তোপের মুখে পড়েছেন এই দুই তারকা ফুটবলার।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকা মেসির নাম ঘোষণা করেন ফরাসি কিংবদন্তি ফরোয়ার্ড থিয়েরি অঁরি।
টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতলেও নিজেকে নিজের ভোটও দেননি মেসি। হাতে। অধিনায়ক হিসেবে সেরার ভোটটি প্রতিদ্বন্দ্বী হলান্ডকে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে অনেক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে প্রথম ভোট পেয়েছেন মায়ামি অধিনায়ক। যেখানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হয়ে খেলা লুকা মদ্রিচ ও ফেডে ভালভার্দে। আর এ কারণেই রিয়াল ফ্যানবেজ সামাজিক যোগাযোগমাধ্যমে মিডফিল্ডার মদ্রিচ এবং ভালভার্দেকে ধুয়ে দিয়েছে।
Real Madrid fans are criticising their legend Luka Modric on IG, as Modric voted for Messi in 1st place for The Best 2023... Some of them are even calling for Modric to leave Madrid because of his vote. pic.twitter.com/G6fDqCEevL— Barça Universal (@BarcaUniversal) January 15, 2024
মদ্রিচ ও ভালভার্দের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে অবমাননাকর মন্তব্য করেছে রিয়াল ভক্তরা। মেসির সাফল্যের জন্য মাদ্রিদের সমর্থকরা খুবই বিরক্ত। মেসিকে ভোট দেওয়ায় সমর্থকরা মদ্রিচ ও ভালভার্দেকে রিয়াল ছাড়ার কথাও বলেছেন। কেউ তাদের দুজনকে ‘স্টুপিড’ও বলেছেন। এছাড়া মেসিকে ‘পেসি’ বলেও সম্মোধন করেছেন কেউ কেউ।
ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ের পথে তুমুল লড়াই হয়েছে মেসি ও হল্যান্ডের মধ্যে। হলান্ডের সমান ৪৮ পয়েন্ট নিয়ে টাই হলে অধিনায়কের ভোটে মর্যাদাকর পুরস্কার জিতে নেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি সর্বোচ্চ ১০৭ বার ৫ পয়েন্টের ভোট পেয়েছেন। যেখানে হলান্ড পেয়েছেন ৬৪ বার। এতেই সেরার পুরস্কার পেয়ে যান মায়ামি অধিনায়ক।
উল্লেখ, গত ফেব্রুয়ারিতে মেসিকে ভোট দিয়ে রিয়াল মাদ্রিদের সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা।
মন্তব্য করুন