স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
কোপা দেল রে

রিয়ালের বিদায়ের রাতে কোয়ার্টার ফাইনালে বার্সা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৫-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ। এবার কোপা দেল রে টুর্নামেন্টে রিয়ালকে ৪-২ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডিয়োগো সিমিওনের শিষ্যরা। অন্য ম্যাচে স্পেনের তৃতীয় সারির দল ইউনিয়নিস্তাস দে সালামানকার বিপক্ষে পিছিয়ে পড়েও বড় জয় নিয়ে শেষ আটে পৌঁছেছে বার্সেলোনা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে কোপা দেল রের রাউন্ড অফ সিক্সটিনের লড়াইয়ে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে রিয়াল-অ্যাথলেটিকো। কিন্তু অতিরিক্ত সময়ে আতোয়োন গ্রিজম্যান ও রদ্রিগো রিকুয়েলমের গোলে বিদায় নিশ্চিত হয় কার্লো আনচেলত্তির দলের। আরেক ম্যাচে ফেরান তোরেস, জুলস কুন্দে ও আলেক্সজেন্ডার বালদের গোলে ৩-১ ব্যবধানে ইউনিয়নিস্তাস দে সালামানকাকে হারিয়েছে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ এক প্রতিশোধ নিলো নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ। ৬ গোলের রুদ্ধশ্বাস ‘মাদ্রিদ ডার্বি’-তে রিয়ালকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে অ্যাথলেটিকো। মেত্রোপলিতান স্টেডিয়ামে ৩৯ মিনিটে প্রথম লিড নেয় স্বাগতিক অ্যাথলেটিকো মাদ্রিদ। রদ্রিগো ডি পলের ক্রসে বল জালে জড়ান স্যামুয়েল লিনো। ৪৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লুকা মদ্রিচের ক্রস লাফিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ইয়ান ওবলাক।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আলভারো মোরাতার গোলে আবারও এগিয়ে যায় অ্যাথলেটিকো। আক্রমণ-পাল্টা আক্রমণে স্প্যানিশ স্ট্রাইকার জোসেলু ৮২ মিনিটে সমতায় ফেরায় রিয়াল মাদ্রিদকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালেও ৩-৩ গোলে ড্রয় হয়েছিল দুদলের লড়াই। অতিরিক্ত সময়ের জোড়া গোলে ৫-৩ ব্যবধানে জয় তুলে নিয়েছিল রিয়াল। কিন্তু এবার ঠিক উল্টো ঘটনা ঘটেছে। ১১০ ও ১১৯ মিনিটে রিয়াল জালের গোল উৎসব করেন আতোয়ান গ্রিজম্যান ও রদ্রিগো রিকুয়েলমে। আর তাতেই ৪-২ ব্যবধানে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিল রিয়াল।

রাতের আরেক ম্যাচে কোপা দেল রের শেষ ষোলোতেও হোঁচট খেতে বসেছিল বার্সেলোনা। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব ইউনিয়নিস্তাস দে সালামানকার বিপক্ষে ৩১ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের দল। প্রথমার্ধের শেষ মিনিটে বার্সাকে সমতায় ফেরায় তোরেস। তবে ম্যাচের ৬৯ ও ৭৩ মিনিটে দুই গোল করে ৩-১ ব্যবধানের জয় পায় বার্সেলোনা। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি

তাহলে কি তৃতীয় বারের মতো সংসার ভাঙছে শোয়েব মালিকের?

অষ্টম শ্রেণি পাসেই নিজ এলাকায় কাজের সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

‘কোথায় বা কখন আটকানো হতে পারে, তা বলা কঠিন’

শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, ভুক্তভোগীর মামলা

বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

বুলবুলের চিঠি বৈধ, বিসিবির নির্বাচন হতে বাধা নেই

১০

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

১১

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

কনমেবল ইভল্যুশন লিগ / অতিরিক্ত সময়ে নাটকীয় গোল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল

১৩

শিগগির দল হিসেবে আ.লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে

১৪

তিন নদীতে বাড়তে পারে পানি, চার জেলায় বন্যার পূর্বাভাস

১৫

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

১৬

ধানক্ষেতের আইলে মরদেহ, পাশে পড়ে ছিল কলার ব্যাগ

১৭

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ কর্মশালার সনদ প্রদান

১৮

‘ভারত আমার মাতৃভূমি’, হঠাৎ কেন এই কথা বললেন পাক ক্রিকেটার

১৯

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড সব

২০
X