শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
কোপা দেল রে

রিয়ালের বিদায়ের রাতে কোয়ার্টার ফাইনালে বার্সা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৫-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ। এবার কোপা দেল রে টুর্নামেন্টে রিয়ালকে ৪-২ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডিয়োগো সিমিওনের শিষ্যরা। অন্য ম্যাচে স্পেনের তৃতীয় সারির দল ইউনিয়নিস্তাস দে সালামানকার বিপক্ষে পিছিয়ে পড়েও বড় জয় নিয়ে শেষ আটে পৌঁছেছে বার্সেলোনা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে কোপা দেল রের রাউন্ড অফ সিক্সটিনের লড়াইয়ে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে রিয়াল-অ্যাথলেটিকো। কিন্তু অতিরিক্ত সময়ে আতোয়োন গ্রিজম্যান ও রদ্রিগো রিকুয়েলমের গোলে বিদায় নিশ্চিত হয় কার্লো আনচেলত্তির দলের। আরেক ম্যাচে ফেরান তোরেস, জুলস কুন্দে ও আলেক্সজেন্ডার বালদের গোলে ৩-১ ব্যবধানে ইউনিয়নিস্তাস দে সালামানকাকে হারিয়েছে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ এক প্রতিশোধ নিলো নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ। ৬ গোলের রুদ্ধশ্বাস ‘মাদ্রিদ ডার্বি’-তে রিয়ালকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে অ্যাথলেটিকো। মেত্রোপলিতান স্টেডিয়ামে ৩৯ মিনিটে প্রথম লিড নেয় স্বাগতিক অ্যাথলেটিকো মাদ্রিদ। রদ্রিগো ডি পলের ক্রসে বল জালে জড়ান স্যামুয়েল লিনো। ৪৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লুকা মদ্রিচের ক্রস লাফিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ইয়ান ওবলাক।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আলভারো মোরাতার গোলে আবারও এগিয়ে যায় অ্যাথলেটিকো। আক্রমণ-পাল্টা আক্রমণে স্প্যানিশ স্ট্রাইকার জোসেলু ৮২ মিনিটে সমতায় ফেরায় রিয়াল মাদ্রিদকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালেও ৩-৩ গোলে ড্রয় হয়েছিল দুদলের লড়াই। অতিরিক্ত সময়ের জোড়া গোলে ৫-৩ ব্যবধানে জয় তুলে নিয়েছিল রিয়াল। কিন্তু এবার ঠিক উল্টো ঘটনা ঘটেছে। ১১০ ও ১১৯ মিনিটে রিয়াল জালের গোল উৎসব করেন আতোয়ান গ্রিজম্যান ও রদ্রিগো রিকুয়েলমে। আর তাতেই ৪-২ ব্যবধানে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিল রিয়াল।

রাতের আরেক ম্যাচে কোপা দেল রের শেষ ষোলোতেও হোঁচট খেতে বসেছিল বার্সেলোনা। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব ইউনিয়নিস্তাস দে সালামানকার বিপক্ষে ৩১ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের দল। প্রথমার্ধের শেষ মিনিটে বার্সাকে সমতায় ফেরায় তোরেস। তবে ম্যাচের ৬৯ ও ৭৩ মিনিটে দুই গোল করে ৩-১ ব্যবধানের জয় পায় বার্সেলোনা। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১০

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১১

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১২

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৩

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৪

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৫

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৬

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৭

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৮

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৯

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

২০
X