চলমান আফ্রিকান কাপ অব নেশনসে ৩ ম্যাচ জয়হীন রয়েছে মিসর ফুটবল দল। দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ ও গোলকিপার মোহাম্মদ এল শেনওয়ের চোটের কারণে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেছে মিসর। তবে টুর্নামেন্টে সৌভাগ্যের আশায় গরু কোরবানি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এমনটাই নিশ্চিত করেছেন মিসর দলের মুখপাত্র মোহাম্মেদ মোরাদ। তিনি জানিয়েছেন, মিসর ফুটবল অ্যাসোসিয়েশন গরু কোরবানি দিয়ে গোশত কায়রোর অভাবী মানুষের মধ্যে বিতরণ করেছে।
যে কোনো প্রতিযোগিতায় দলের সৌভাগ্যের আশায় গরু কোরবানি করা মিসর ফুটবলের জন্য নতুন কিছু না। এপি জানিয়েছে, ২০০৮ সালে ঘানায় অনুষ্ঠিত আফ্রিকান নেশনস কাপের অনুশীলনে গরু কোরবানি দিয়েছিল মিসর ফুটবল দল। টুর্নামেন্টে সৌভাগ্যের আশায় কাজটি করেছিল দলটি। তবে ঘটনা ক্রমে সেবার নেশনস কাপের শিরোপা ঘরে তুলেছিল মিসরই।
শেষ ষোলোর নক আউট পর্বের লড়াইয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ ডিআর কঙ্গোর মুখোমুখি হবে মিসর। আগামীকাল ২৯ জানুয়ারি রাত ২টায় আইভরি কোস্টের সান পেদ্রোয় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
মন্তব্য করুন