ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে নিউপোর্ট কাউন্টিকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের ঘরোয়া লিগের চতুর্থ বিভাগের ক্লাবটির বিপেক্ষে সেদিন ছিলেন না ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ম্যাচের শেষে ম্যানইউ কোচ এরিক টেন হাগ জানিয়েছিলেন অসুস্থ ছিলেন রেড ডেভিল তারকা। অথচ বেলফাস্টের একটি নাইট ক্লাবে ১২ ঘণ্টা ধরে পার্টিতে ব্যস্ত ছিলেন এই ইংলিশ স্ট্রাইকার। তবে এ ঘটনায় মাত্র ১৪ দিনের বেতন জরিমানা দিয়েই এবারের মতো রক্ষা পেয়ে গেলেন রাশফোর্ড।
নাইট ক্লাবে পার্টিতে মত্ত থাকার ঘটনায় বিবৃতি দিয়েছে ম্যানইউ কর্তৃপক্ষ। সেখানে ক্লাবটি জানিয়েছে, ‘মার্কাস রাশফোর্ড নিজের দোষ শিকার করে নিয়েছেন। তাছাড়া এটা আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপার। যা এখানেই শেষ।’ তবে ইংলিশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, দুই সপ্তাহের বেতন কাটা যাচ্ছে রাশফোর্ডের এবং প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পরবর্তী ম্যাচেই খেলবেন এই তারকা ফরোয়ার্ড।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছেন ভিন্ন এক খবর। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, একজন নারী ওয়েটার রাশফোর্ড নিয়ে কথা বলেছেন। নাইট ক্লাবের সেই নারী ওয়েটারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ম্যানইউ ফরোয়ার্ড সেদিন রাতে প্রচুর পরিমাণ মদ পান করেছিলেন। এ ছাড়াও ওয়েটারের সামনে অনেক পরিমাণ নগদ অর্থ ফেলেন রাশফোর্ড। এমনকি রাশফোর্ড যখন জ্ঞানে ছিলেন না, তখন তাকে বিশ্রামের জন্য বিছানায় দিয়ে আসেন।
মন্তব্য করুন