২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। উরুগুয়ান মিডফিল্ডার নিকোলান ডে লা ক্রুজের মারাত্মক ট্যাকেলে আগামী জুন থেকে হতে যাওয়া কোপা আমেরিকা থেকেও ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বর্তমান চিকিৎসকের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন আল হিলাল ফরোয়ার্ড।
ফুটবলের সঙ্গে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি আছে নেইমারের। বিভিন্ন অনুষ্ঠান আর পার্টিতেও প্রায়ই দেখা যায় সেলেসাও তারকার। এমনকি নৌবিহারেও দিব্যি ঘরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ৫৮তম জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেইমার। আর সেই অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনায় বিদ্ধ হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
Neymar responding to people online saying he's is overweight: "Okay, overweight. But fat? I don't think so! Take it, haters! Give it up or run away!" pic.twitter.com/Pf8Df1djav
— Football Hub (@FootbalIhub) January 30, 2024সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নেইমারকে বেশ মোটা দেখা যায়। অনেকটাই মোটা হয়ে গেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। মনে হচ্ছে দীর্ঘদিন ফুটবল থেকে দূরে থাকায় নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেননি নেইমার। যা পরবর্তীতে সমালোচনা ও হাস্যরসের জন্ম দেয়। তবে এসবের জবাব দিতে সামাজিক যোগাযোগমাধ্যমকেই ব্যবহার করেছেন আল হিলাল ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন নেইমার। শেয়ার করা প্রথম ছবিতে ব্রাজিল তারকাকে দেখা দেখা গেছে একটি ব্যায়ামাগারে। এরপর দ্বিতীয় স্টোরিতে একটি ভিডিওতে ব্যায়াম করে ঘাম ঝরানো অবস্থায় দেখা যায় নেইমারকে। আর তৃতীয় ভিডিওতে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে নিজের পেট দেখিয়ে কথা বলতে দেখা যায় ৩১ বছর বয়সী ফুটবলারকে।
ইনস্টাগ্রামে নেইমার বলেন, ‘আজকের মতো অনুশীলন শেষ। অতিরিক্ত ওজন হলেই মোটা নয়।’ সে সময় টি-শার্ট উঁচু করে নিজের পেট দেখান এবং অশালীন অঙ্গভঙ্গি করে নেইমার বলেন, ‘নিন্দুক, এটা তোমাদের জন্য! এসব বাদ দাও অথবা পালাও।’
মন্তব্য করুন