বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক বার্সা তারকার বিরুদ্ধে ম্যাচ পাতানো ও হত্যার হুমকির অভিযোগ

স্যামুয়েল ইতো। ছবি : সংগৃহীত
স্যামুয়েল ইতো। ছবি : সংগৃহীত

একসময় আফ্রিকান ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনায় খেলা ক্যামেরুনের সাবেক ফুটবলার স্যামুয়েল ইতো। আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবেই ধরা হতো তাকে। জাতীয় দলের হয়ে তিনি দুটি আফ্রিকান কাপ অব ন্যাশন্স (আফকন) শিরোপা, চারবার সেরা আফ্রিকান ফুটবলার অ্যাওয়ার্ড এবং বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন। তবে এবার তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগে উঠে এসেছে। যার মধ্যে রয়েছে ম্যাচ ফিক্সিং, খেলোয়াড়কে হত্যার হুমকি ও ক্ষমতার অপব্যবহার।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এথিকস কমিটির কাছে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্য অ্যাথেলেটিক। দ্য অ্যাথলেটিক জানায়, সম্প্রতি ইতোর বিরুদ্ধে অভিযোগগুলোর একটি নথি আকারে ফিফার কাছে পাঠিয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের (ফেকাফুট) সাবেক সহসভাপতি হেনরি এনজাল্লা কুয়ান জুনিয়র। নথিটি ফিফার কাছে পাঠানোর আগে তদন্ত করেছে আফ্রিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (সিএএফ)।

তবে সিএএফ ইতোর বিরুদ্ধে ওঠা অনিয়মের বেশ কিছু অভিযোগের প্রমাণ পেয়েছে এবং তারা এ নিয়ে তদন্তও শুরু করেছে। গত বছর সিএএফ ইতোকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে সরিয়ে দিতেও ফিফাকে আহ্বান জানিয়েছিল।

ফিফার কাছে অভিযোগকারীর নথি পাঠানোর কথা ইতোর কানে যাওয়ায় হেনরি এনজাল্লাকে হত্যার হুমকিও দিয়েছেন সাবেক বার্সেলোনার স্ট্রাইকার।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ইতোর পক্ষ থেকে এনজাল্লাকে একটি হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। সে হুমকিমূলক বার্তায় লেখা, ‘আমি এই বিপ্লবের মাফিয়া এবং এখানে আমরা আমাদের নেতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। আমি এখন পর্যন্ত আমাদের এ অভিযানের স্বার্থ রক্ষা করে চলেছি। যা-ই হোক, তুমি যদি আমার সঙ্গে আজেবাজে কিছু করো, তাহলে এর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হও।’

ফিফাকে পাঠানো এনজাল্লার নথিতে ইতোর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসবের মধ্যে উল্লেখযোগ্য হলো তার একাডেমির সঙ্গে কুম্বা সিটি এফসির ম্যাচ ফিক্সিং করা। যা হয়েছিল ইতোর ইশারায়। এ ছাড়া ইতোর নিজ ক্ষমতাবলে তার ঘনিষ্ঠ সহযোগী ভ্যালেন্টিন এনকেওয়াইনের ক্লাবকে জিতিয়ে লিগে উত্তরণের ব্যবস্থা করেন।

এর আগে এক ইউটিউবারকে লাথি মারার ঘটনায়ও জড়িত ছিলেন এই ক্যামেরুন ফুটবলার। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি ওই বিতর্কের জন্ম দিয়েছিলেন। পরে অবশ্য তার কাছে ক্ষমাও চেয়েছিলেন সাবেক বার্সা তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১০

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১১

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১২

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৩

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৪

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৫

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৬

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৭

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৮

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৯

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

২০
X