স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

শৈশবের ক্লাবে ফেরার প্রতিশ্রুতি নেইমারের

নেইমার। ছবি: সংগৃহীত
নেইমার। ছবি: সংগৃহীত

নেইমারের বেড়ে ওঠা সান্তোসে। ব্রাজিলিয়ান ক্লাবে ফুটবলের বিশ্ব মঞ্চ মাতানো তালিম পেয়েছেন তিনি। তাই শৈশবের ক্লাবটির বাড়তি টান রয়েছে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার। ছেলেবেলার ভালোবাসার ক্লাবটির দুঃসময়ে পাশে থাকতে আগ্রহী তিনি। ফিরতে চান সান্তোসে। ড্রেসিং রুমে এমন প্রতিশ্রুতি দিয়েছেন নেইমার।

সেখানে সেখানে একদিন ফিরবেন- এমন কথা আগেও শোনা গেছে অনেকবার। তবে মাঝে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সৌদি প্রো লিগের আল হিলালের খেলা নেইমার।

তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নয়, শেষ পর্যন্ত নেইমার ফিরছেন শৈশবের ক্লাব সান্তোসে। ক্লাবের বর্তমান ফুটবলারদের প্রতি এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নেইমার বলেন, ‘২০২৫ সালে আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই সান্তোসে ফিরছি।’

যদিও নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জন নতুন নয়। সময়-সুযোগ পেলে ক্লাবটিতে ঘুরতে আসেন তিনি। নেইমারের সান্তোসে ফেরার প্রতিশ্রুতির খবর দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল।

রোববার সাও পাওলোর শীর্ষ প্রতিযোগিতা পলিস্তার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের মুখোমুখি হয় সান্তোস। ম্যাচ শুরুর আগে ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন নেইমার।

তার আগে যান সান্তোসের লকাররুমে। সেখানে থাকা ফুটবলার ও কর্মকর্তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেইমার বলেন, ২০২৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরছেন তিনি। সেখানে উপস্থিত সান্তোস বোর্ডের এক সদস্য ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ফেব্রুয়ারিতে সান্তোস-করিন্থিয়ানসের ম্যাচের আগে পেশাদার ক্যারিয়ারের প্রথম ক্লাবে সফরে এসেছিলেন নেইমার। তখনও সান্তোসে ফেরার কথা জানিয়েছিলেন তিনি। ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা বলেছিলেন, নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

এরও আগে গত বছর ডিসেম্বরে তেজেইরা এক সংবাদ সম্মেলনে জানান, নেইমার তাকে ১১ নম্বর জার্সি উঠিতে রাখতে বলেছেন। যাতে ক্লাবে ফিরলে তিনি সেটা আবারও পরতে পারেন।

তবে এসবের কোনোটিতেই সুনির্দিষ্ট সময়ের উল্লেখ ছিল না। কিছুদিন আগে ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহামের সঙ্গে সাক্ষাৎ হয় নেইমারের। সেই সূত্রে নেইমারের মায়ামিতে যাওয়ার গুঞ্জন শুরু হয়। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমটি জানিয়েছে, ৩২ বছর বয়সী তারকার যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। তবে হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে আছেন তিনি। খেলতে পারবেন না মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা কাপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু নদে বাঁধ দিলে গুঁড়িয়ে ফেলব : পাকিস্তান

সীমান্তে টিকটক, ৮ ঘণ্টা পর মামা-ভাগনেকে ফেরত দিল বিএসএফ

গোয়ায় দেবী যাত্রার সময় পদপিষ্টে ৬ প্রাণহানি

হেফাজতের মহাসমাবেশ চলছে

‘আমাদের যে গবেষণা সক্ষমতা আছে সেটা অনেক উন্নয়নশীল দেশের নেই’

টঙ্গীতে ভাঙারির গোডাউনে আগুন

বাড়ি হারিয়ে অসহায় কাশ্মীরিদের আর্তনাদ, দেখুন ছবিতে

বাঁধ নির্মাণকাজ ৩ দিন বন্ধ রাখতে বিএসএফের অনুরোধ 

গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা জারি

সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

১০

বুটেক্সের হলে থামেনি চুরির ঘটনা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

১১

ছুটির দিনেও ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

১২

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

১৩

কাতার গেলেন সেনাপ্রধান

১৪

সংবিধান বানায় শাসকরা, গঠনতন্ত্র জনগণ : ফরহাদ মজহার

১৫

সৌদি আরবকে ভয়ংকর এআইএম-১২০ দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যেতে পারে পাকিস্তান

১৭

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

১৮

গাজায় আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৯

স্থবির পরমাণু আলোচনা, কী বলছে ইরান

২০
X