স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রিদের রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করতে চান না গার্দিওলা

পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত
পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত

এবারের চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম ফেভারিট হিসেবেই বলা হচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির নাম। কোয়ার্টার ফাইনালে খেলা আট দলের মধ্যে তাদের শিরোপা জয়ের সুযোগ সবচেয়ে বেশি বলে বিশেষজ্ঞদের মত ছিল। তবে সব মতামত ছাপিয়ে রিয়াল মাদ্রিদের হাতে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নের বিসর্জন দিতে হয় সিটিজেনদের। অবশ্য পুরো ম্যাচজুড়েই কর্তৃত্ব বজায় রেখেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। তবে রিয়ালের অতি রক্ষণাত্মক কৌশলের সঙ্গে পেরে ওঠেনি তারা। ম্যাচ শেষে সিটির কোচ এই নিয়েই কথা বলেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা রিয়াল মাদ্রিদের রক্ষণাত্মক কৌশলের সমালোচনা না করে তাদেরকে অভিনন্দন জানান।

বুধবার (১৭ এপ্রিল) রদ্রিগোর প্রথম দিকের গোলে লিড পায় রিয়াল। তবে এরপর থেকেই পিচে সিটির নিরলস আধিপত্য শুরু হয়। তবে পুরো ম্যাচজুড়ে ৩৩ শট নিয়েও মাত্র একবার বল জালে ঢুকাতে পারেন ডি-ব্রুইনা-হলান্ডরা।

পুরো ম্যাচজুড়েই রিয়ালের রক্ষণ যেন ছিল চীনের প্রাচীর। পুরো ম্যাচে রিয়াল মাত্র ৮টি শট ও একটি কর্নার পেলেও টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ের সুবাদে সেমিফাইনালে কিন্তু ১৪ বারের চ্যাম্পিয়নরাই যাচ্ছে।

ম্যাচ শেষে গার্দিওলাকে মাদ্রিদের রক্ষণাত্মক খেলার কৌশল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তাদের রক্ষণাত্মক কৌশলে ভুলের কিছু দেখি না। আমরা এর আগেও একই রকম প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি। কিছু দল আরও খোলামেলা স্টাইল বেছে নেয়, অন্যরা আরও গভীর রক্ষণাত্মক লাইনে খেলতে পছন্দ করে। তারা বুঝতে পেরেছে এখানে খেলাটা কতটা চ্যালেঞ্জের এবং সেই অনুযায়ী তারা মানিয়েও নিয়েছি যেটা আমরা পারেনি।’

তবে ম্যাচে সুযোগ হারানোটা পোড়াচ্ছে সিটি বসকে। গার্দিওলা সিটির প্রচেষ্টার কথা স্বীকার করে বলেন, ‘আমরা অনেক সুযোগ পেয়েছিলাম, বিশেষ করে বক্সের বাইরে থেকে শট নিয়ে, কিন্তু আমরা সফলতা খুঁজে পাইনি। আমরা আমাদের সবটুকু দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত, মাদ্রিদ জয় পেয়েছে আমরা না।’

ম্যাচের প্রধমার্ধে আর্লিং হল্যান্ড প্রথমার্ধে হেডার দিয়ে ক্রসবারে আঘাত করা সত্ত্বেও এবং ডি ব্রুইনাও সহজ সুযোগ মিস করা সত্ত্বেও, গার্দিওলা তার দলের পারফরম্যান্সের প্রশংসা করেন। তবে তিনি এটিও মানেন যে ফুটবল শেষ পর্যন্ত ফলাফলের ওপর নির্ভর করে। শেষে আক্ষেপ করে তিনি বলেন, ‘কখনো কখনো আপনি পেনাল্টিতে জিততে পারেন, কখনো কখনো আপনি পারেন না। আজ, আমরা আমাদের তৈরি করা সুযোগগুলিকে রূপান্তর করতে ব্যর্থ হয়েছি।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও সিটির সামনে এখনো প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের সুযোগ আছে। গার্দিওলা চাইবেন তার শিষ্যরা সেই হতাশা ভুলে সেদিকেই তাদের পূর্ণ মনোযোগ দিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পারিবারিক কলহ, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরেরর ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ 

খুলনা শিশু হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ

অক্টোবর মাসে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, আহত ৫৮৯ 

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

১০

বিদেশি তরুণীকে একা পেয়ে কুপ্রস্তাব-অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার

১১

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতালের র‍্যালি 

১২

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

১৩

এবার পিএসজির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের

১৪

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

১৫

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে কাগজপত্র

১৬

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

১৭

আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ—কোথায় কোনটা পড়বেন? জেনে নিন

১৮

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য সুখবর

১৯

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই গ্রেপ্তার

২০
X