শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চেলসি ক্যারিয়ারের ইতি টানলেন সিলভা 

এই মৌসুম শেষেই চেলসিকে বিদায় জানাচ্ছেন সিলভা। ছবি  : সংগৃহীত
এই মৌসুম শেষেই চেলসিকে বিদায় জানাচ্ছেন সিলভা। ছবি : সংগৃহীত

ব্রাজিল ফুটবলের ইতিহাসে কিংবদন্তি ডিফেন্ডারের সংখ্যা নেহাত কম নয়। কাফু, রবার্তো কার্লোস, কার্লোস তোরেসদের কাতারে নিঃসন্দেহে থিয়াগো সিলভাকে রাখা যায়। ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার ক্যারিয়ারের শেষ বেলায় এসেও পৃথিবীর সেরা ফুটবল লিগ বলে বিবেচিত প্রিমিয়ার লিগে স্ট্রাইকারদের ওপর রাজত্ব করেছেন। চেলসিতে খেলা এই ডিফেন্ডার নর্থ লন্ডনেই নিজের ক্যারিয়ারের ইতি টানবেন বলে মনে হচ্ছিল, তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না।

প্রিমিয়ার লিগে থিয়াগোর পথচলা এই মৌসুমেই থামছে। গুঞ্জন অবশ্য বেশ কিছুদিন থেকেই ছিল। সম্প্রতি এফএ কাপে চেলসির বিদায়ে মাঠেই কান্নায় ভেঙে পড়েন থিয়াগো। ব্রাজিল ফুটবলের চড়াই উতরাই দেখা এই ফুটবলারের এভাবে কান্নায় ভেঙে পড়া দেখেই অনেকের মনে সন্দেহ ছিল, হয়তো চেলসিকে বিদায় বলতে যাচ্ছেন তিনি।

শেষ পর্যন্ত সেই সন্দেহই সত্যি হলো। শিরোপা জিতে ‘বিদায়’ বলার সুযোগ হারিয়েই সেদিন কাঁদেন তিনি। এরপর দাদির মৃত্যুর সংবাদ দেওয়ার দিনেই জানিয়ে দিয়েছিলেন- চেলসিতে এটাই শেষ মৌসুম। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। চেলসি ছাড়ছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

থিয়াগো সিলভার ক্লাব চেলসিও আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, আগামী মৌসুম শুরুর আগে ক্লাব কিংবদন্তি লন্ডন ছাড়বেন। সোমবার (২৯ এপ্রিল) চেলসি জানায়, চার বছরের স্পেল শেষে এই মৌসুমের শেষে ক্লাবটিকে বিদায় জানাবেন তিনি।

চেলসি ফুটবল ক্লাব তাদের সামাজিক মাধ্যমে সিলভার একটি ভিডিও আপলোড করেছে। যেখানে সিলভা বলেন, ‘আমার মনে হয় শেষ চার বছরে আমি যা কিছু করেছি এখানে আমি আমার সর্বস্ব দিয়েই করেছি। তবে দুর্ভাগ্য যে এখানে আমার সময় শেষ হয়ে এসেছে। তবে আশা করি, এখানে আমার জন্য দরজাটা খোলা থাকবে, যেন নিকট ভবিষ্যতে আমি এখানে ফিরতে পারি, হয়ত অন্য কোন ভূমিকায়।'

চেলসির হয়ে প্রিমিয়ার লিগে ১০৯ ম্যাচ খেলে ৮ গোল করেছেন সিলভা। দলটির হয়ে ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেন তিনি। তবে এ ছাড়াও ক্লাবটির হয়ে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কাপ জিতেছেন তিনি।

চেলসি ক্যারিয়ারের ইতি টানলেও ফুটবল ক্যারিয়ারের এখনোই শেষ টানছেন না সিলভা। গুঞ্জন আছে ইউরোপ ছেড়ে এই ব্রাজিলিয়ান কিংবদন্তি ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেবেন তিনি। এই ক্লাবেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ২০০৯ সালে এই ক্লাব থেকেই এসি মিলানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিন মৌসুম কাটিয়ে ২০১২ সালে পিএসজিতে যোগ দেন সিলভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বাস নিয়ে প্রোগ্রামে তিতুমীর কলেজ ছাত্রলীগ

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

দেড় শতাধিক লোকসহ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাদিমের বাড়ি ৪৩ বছরের নারীর অনশন

‘পিডাইয়া লম্বা করে দেন, বহু উপরের নির্দেশ’

পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট, আতঙ্কে শত্রুদেশগুলো

আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ১৭ মে

মহাসড়কে হঠাৎ গুলি, নারী আহত

‘চট্টগ্রাম বন্দর একদিন পৃথিবীর অন্য দেশের কার্যক্রম পরিচালনা করবে’

১০

শাবিতে মাহিদ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১১

‘বারবার নীতি পরিবর্তন করলে কেন্দ্রীয় ব্যাংকের ওপর আস্থা কমে যাবে ব্যবসায়ীদের’

১২

হাজিদের স্বাগত জানাচ্ছে নারীরা!

১৩

কক্সবাজারের রূপে সাজবে পতেঙ্গার সি-বিচ

১৪

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

১৫

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গরু ছিনতাইয়ের মামলা

১৬

উচ্চশিক্ষার জন্য নরওয়েতে যাচ্ছেন চুয়েটের ৮ শিক্ষার্থী

১৭

পরীক্ষার ফল প্রকাশের পর পাওয়া গেল তরুণীর ঝুলন্ত মরদেহ

১৮

অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকায় আরেক ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত

১৯

গাজীপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

২০
X