স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সিরি আ’তে নারী রেফারিদের ইতিহাস সৃষ্টি

সিরি আ’তে ইতিহাস সৃষ্টি করেছেন এই তিন নারী রেফারি। ছবি : সংগৃহীত
সিরি আ’তে ইতিহাস সৃষ্টি করেছেন এই তিন নারী রেফারি। ছবি : সংগৃহীত

এবারের ইউরোপে সেরা কয়েকটি লিগের মধ্যে যে কয়টির শিরোপা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে তার একটি ইতালির শীর্ষ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা ‘সিরি আ’। ৫ ম্যাচ আগেই শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। ইতালিয়ান লিগে এখন সব আকর্ষণ চ্যাম্পিয়নস লিগে কারা খেলবে তা নিয়ে। তবে তবুও ম্যারমেরে ইতালিয়ান লিগই নতুন এক ইতিহাস গড়ল। প্রথমবারের মতো নারী রেফারিদের দিয়ে পরিচালনা করা হয়েছে ‘সিরি আর’ ম্যাচ।

রোববার (২৮ এপ্রিল) ইন্টার মিলান ও তুরিনোর ম্যাচ ইতালিতে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে। সদ্য শিরোপা নিশ্চিত করা ইন্টার মিলান ও তুরিনোর মধ্যকার ম্যাচটি পুরোটাই নারী রেফারিদের দ্বারা পরিচালিত হয়েছে।

সিরি আ’তে এর আগে কখনো এরকম ঘটনার সাক্ষী হয়নি। সান সিরোতে হওয়া ম্যাচটিতে অবশ্য ইন্টার ২-০ গোলে জয়ী হয়েছে। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন তিন নারী। প্রধান রেফারি হিসেবে ছিলেন মারিয়া সোল ফেরেইরি কাপুতি। আর তার সহকারী হিসেবে ছিলেন টিজিয়ানা ট্রাসিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্তে।

যদিও ইন্টারের কাছে ম্যাচটির কোনো গুরুত্ব ছিল না তবে ইউরোপা কনফারেন্স লিগে জায়গা করে নেওয়ার জন্য তুরিনোর কাছে ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ।

এরকম ম্যাচে অবশ্য রেফারি ফেরিয়েরি কাপুতিকে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে। ম্যাচের ৪৯ মিনিটে ভিএআরের সহায়তায় তুরিনোর আদ্রিয়েন তামেজেকে লাল কার্ড দেখান তিনি।

লাল কার্ড ছাড়াও ম্যাচটিতে একটি পেনাল্টিও দিতে হয়েছে তাকে। ম্যাচের ৬০ মিনিটে বক্সের মধ্যে ইন্টারের মার্কাস থুরামকে ফাউল করায় ইন্টারকে একটি পেনাল্টি দেন তিনি। সেই পেনাল্টি থেকেই ম্যাচের দ্বিতীয় গোল হয়। করেন হাঁকান কালহানোলু। এর ৪ মিনিট আগে ইন্টারের প্রথম গোলটিও তিনিই করেছেন।

তবে সিরি আ’তে আগেও ১০টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। তবে ৩৩ বছর বয়সী ফেরিয়েরি কাপুতি এই প্রথম সম্পূর্ণ নারী টিম নিয়ে ম্যাচ পরিচালনা করলেন।

তবে গতকালের ম্যাচের তিন নারী রেফারি একসঙ্গে এর আগেও ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ সালে তারা একসঙ্গে ইতালির দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ পরিচালনা করেন। এ ছাড়া গত বছর ইতালিয়ান কাপের শেষ ষোলোতে নাপোলি-সেরেমোনেসের ম্যাচেও একসঙ্গে ছিলেন এই তিন রেফারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১০

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১২

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৩

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৪

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৫

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৬

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৭

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৮

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৯

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

২০
X