স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তাহলে চেলসিতেও জায়গা হচ্ছে না জাভির!

জাভি হার্নান্দেজ । ছবি : সংগৃহীত
জাভি হার্নান্দেজ । ছবি : সংগৃহীত

তাকে ভাবা হচ্ছিল ফুটবলের পরবর্তী গার্দিওলা হিসেবে। সল্প সময়ের কোচিং ক্যারিয়ারে এসেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে জিতেয়েছিলেন লা লিগার শিরোপ। কাতালান ক্লাবের সমর্থকরাও তাকে নিয়ে দেখছিল ইউরোপ জয়ের আশা, তবে সেসব আশার সব পূরণ না করেই ব্যর্থতা সঙ্গী করে বার্সেলোনা ত্যাগ করতে হচ্ছে বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজকে।

সল্প সময়ের কোচিং ক্যারিয়ারে বলতে গেলে শুরুতেই পেয়েছিলেন নিজের স্বপ্নের ক্লাব বার্সেলোনার দায়িত্ব। ক্লাবকে লা লিগা জেতালেও অন্য সবকিছুতে ব্যর্থতা তার চাকরি খেয়েছে। ধারণা করা হচ্ছিল বার্সা ছাড়লেও বড় ক্লাবগুলো তাকে নিজেদের কোচ করার জন্য উঠে পড়ে লাগবে। গুঞ্জনও উঠে স্প্যানিশ ফুটবল ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে তাকে। প্রিমিয়ার লিগের দল চেলসিও নাকি তাদের নতুন ম্যানেজার হিসেবে চাচ্ছে সর্বজয়ী এই ফুটবলারকে। তবে কিছু সময় যাওয়ার পরই জানা যায় সংবাদটি সত্য নয়। সংকটে থাকা চেলসিতেও জায়গা হচ্ছে না বার্সার এই সাবেক কোচের।

ইংলিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের সাংবাদিক কাভেহ সোলেহকোল ও গিভমিস্পোর্টসের বেন জ্যাকবস যাদেরকে চেলসি সম্পর্কিত সংবাদের সেরা সূত্র হিসেবে মানা হয় তারা দুজনই জানিয়েছেন যে চেলসি পরবর্তী কোচ হিসেবে জাভিকে ভাবছে না লন্ডনের ক্লাবটি। পরবর্তী কোচ হিসেবে ব্লুজদের নজর ব্রাইটনের সাবেক কোচ রবার্ট ডি জার্বি নাকি বেশি পছন্দ চেলসির মালিকপক্ষের।

এই মৌসুমে বেশ কিছু বড় ক্লাবের কোচ পাল্টানোর সম্ভাবনা দেখা দিয়েছে। অনেক বিখ্যাত ক্লাবই নতুন ম্যানেজারের সন্ধানে মার্কেটে রয়েছে। চেলসিও তাদের কোচ মরিসিও পচেত্তিনোর সাথে সম্পর্ক ছিন্ন করার পর নতুন কোচ খুঁজছে।

সাবেক এই আর্জেন্টাইনের জায়গায় ব্লুজদের ডাগআউটে কে আসবে এই নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা চলছে। কিন্তু কাভেহ সোলহেকোলের মতে, জাভি হার্নান্দেজ সেই তালিকায় নেই। কিছু মিডিয়া আউটলেট যদিও বিদায়ী বার্সেলোনা ম্যানেজারকে স্ট্যামফোর্ড ব্রিজের চাকরির সাথে যুক্ত করতে আগ্রহী ছিল তবে সত্য তা নয়।

জাভি প্রায় আড়াই বছর বার্সার ডাগআউটে থাকার পর বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন এবং তার জায়গায় সাবেক বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিক সেই দায়িত্ব পাচ্ছেন। কিছু গুজব বলেছে যে জাভি হয়তো প্রিমিয়ার লিগে ম্যানেজ করার জন্য একটি চমৎকার অবস্থানে আছেন এবং চেলসি তার ম্যানেজারিয়াল ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য একটি দুর্দান্ত গন্তব্য হতে পারে।

যাই হোক, ব্লুজদের অন্যান্য পরিকল্পনা রয়েছে, রবার্তো ডি জার্বি, থমাস ফ্রাঙ্ক, এনজো মারেস্কা এবং কাইরান ম্যাককেনা তাদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। তবে প্রকৃতপক্ষে শুধুমাত্র প্রাক্তন ব্রাইটন ম্যান ডি জার্বি এবং বর্তমান ব্রেন্টফোর্ড ম্যানেজার থমাস ফ্রাঙ্কের প্রিমিয়ার লিগে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

তবে চেলসির সাথে সম্পর্কিত বেশিরভাগের ধারণা লেস্টারের কোচ মারেস্কাই হতে যাচ্ছে পালমার-জ্যাকসনদের নতুন কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X